ভোগান্তি সত্ত্বেও মাসে লাখো বাংলাদেশি যায় ভারতে

ভিসা পেতে ভোগান্তি, সীমান্ত পেরুতে হয়রানি ইত্যাদি নানা অভিযোগের পরেও ভারতে যাওয়া পর্যটকের তালিকায় বাংলাদেশ সব সময়ই ওপরের দিকে থাকে।
২০১৬ সালে সে তালিকায় বাংলাদেশ ছিল দ্বিতীয় অবস্থানে।
কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশটিতে ভ্রমণ করা বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ গেছেন বাংলাদেশ থেকে।
দেশটির পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশিত হিসেব অনুযায়ী, চিকিৎসা, ভ্রমণ বা বাণিজ্য—এমনসব কারণে কেবল ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে ভারতে গেছেন প্রায় এক লাখ ৬৭ হাজার মানুষ।
পর্যটন মন্ত্রণালয় ঐ পরিসংখ্যানে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে সাড়ে নয় লাখের বেশি বিদেশী ভারতে ভ্রমণ করেছেন।
২০১৬ সালের ফেব্রুয়ারি এ সংখ্যা ছিল সাড়ে আট লাখের মত।
ঐ পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ভারতে আসা পর্যটকের প্রায় সাড়ে ১৭ শতাংশ মানুষ গেছেন বাংলাদেশ থেকে।
দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ পর্যটক গেছেন যথাক্রমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া রাশিয়া, জার্মানি, চীন, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া থেকেও বহু পর্যটক এসেছেন দেশটিতে।
বাংলাদেশের ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন দ্য বাংলাদেশ মনিটর এর সম্পাদক ওয়াহিদুল আলম জানিয়েছেন, ২০১৬ সালে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া পর্যটকের প্রায় ৪০ শতাংশ মানুষ গেছেন চিকিৎসা কাজে।
এরপরই বেশি সংখ্যক মানুষ যায় দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেরাতে।
এছাড়া আরো একটি বড় অংশের বাংলাদেশী যান ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত কাজে, যার একটি অংশ হয় ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোতে।
বাংলাদেশ থেকে ভারতের ভিসা পেতে ভোগান্তি নিরসনে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন বেশ কয়েক মাস ধরে ভিসা সহজীকরণের উদ্যোগ নিয়েছে।
এই প্রতিবেদন শেয়ার করুন শেয়ারিং সম্পর্কে
এই সংক্রান্ত আরো সংবাদ

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন
স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন