ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার, দুই আনসার সদস্য প্রত্যাহার
লালমনিরহাটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অপরাধে দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকালে জেলার হাতীবান্ধার গোতামারী কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যাহার করা দুই আনসার সদস্য হলেন- আব্দুল গফুর ও সুরুজ্জামান। তাদের দুইজনের বাড়ি ভেলাগুড়ি ইউনিয়নে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করা যাবে না বলে জানানো হয়েছে।এছাড়া ব্যালট পেপারে কোনো ধরনের নাম, স্বাক্ষর কিংবা অযাচিত চিহ্ন দেয়া হলে সেটি বাতিল বলে গণ্য করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অজয় কুমার সরকার বলেন, লালমনিরহাটে জেলা পরিষদ নির্বাচনে হাতীবান্ধার গোতামারী ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকালে মোবাইল ফোন ব্যবহারের অপরাধে দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান সহকারী কমিশনার (ভূমি) ঘটনার সত্যতা নিশ্চিতক করে জানান, দুই আনসার সদস্যকে বিদ্যালয়ের একটি কক্ষে আটক রাখা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন
পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন
ভিক্ষুক মুক্ত হচ্ছে লালমনিরহাট জেলা
মানুষের দ্বারে দ্বারে আর ভিক্ষাবৃত্তি নয়। সরকারই নিচ্ছে ভিক্ষুকের দায়।বিস্তারিত পড়ুন