শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভোটগ্রহণ শুরু এফবিসিসিআই নির্বাচনে

বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের ২০১৫-১৭ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

নিবার সকাল ৯টায় ফেডারেশন ভবনে ভোটগ্রহণের শুরু হয়। ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেখা যাচ্ছে। ভোটগ্রহণ চলবে চলবে বিকাল ৫টা পর্যন্ত। সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ প্রতিবারের মতো এবারও এই নির্বাচনের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।

সকাল ১০টার দিকে ফেডারেশন ভবনের সামনে বিভিন্ন প্যানেলের সমর্থকদের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা দেখা দিয়ে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়।এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, যার একটির নেতৃত্বে রয়েছেন পর্ষদের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী। এই প্যানেল ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’ ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছে।

‘ব্যবসায়ী উন্নয়ন পরিষদ’ নামে প্যানেলের নেতৃত্বে রয়েছেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ। তিনি রাজশাহী চেম্বার থেকে মনোনীত হয়ে এরই মধ্যে পরিচালক হয়েছেন। এই দুই প্যানেলের বাইরে কাজী এরতেজা হাসান কয়েকটি অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে ব্যবসায়ী ঐক্য পরিষদ ব্যানারে আরেকটি প্যানেল নিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।

এফবিসিসিআইয়ের এবারের নির্বাচনে মোট ২ হাজার ১৯৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ‘চেম্বার গ্রুপে’ রয়েছেন ৭৮টি চেম্বারের ৪৩২ জন ভোটার। ‘অ্যাসোসিয়েশন গ্রুপ’ থেকে ভোট দেবেন ৩৫৫টি অ্যাসোসিয়েশনের ১ হাজার ৭৬৪ জন।
চেম্বার গ্রুপ’ থেকে ৩২ এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩৩ জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা দুই গ্রুপ থেকে ১৬ জন করে ৩২ জনকে পরিচালককে নির্বাচিত করবেন।

দশটি করে বিশেষ চেম্বার ও অ্যাসোসিয়েশন রয়েছে, যাদের থেকে একজন করে প্রতিনিধি পরিচালনা পর্ষদে ‘মনোনীত’ পরিচালক হিসেবে অংশ নেবেন। নির্বাচিত ও মনোনীত পরিচালকরাই পরে পর্ষদের সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন। এই মেয়াদে ‘চেম্বার গ্রুপ’ থেকে সভাপতি ‍ও সহ-সভাপতি এবং ‘অ্যাসোসিয়েশন গ্রুপ’ থেকে প্রথম সহ-সভাপতি নির্বাচিত করা হবে।

২৫ মে এই তিন পদে নির্বাচন শেষে ২৮ মে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
  • স্মার্ট কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিতে কৃষকরা উপকৃত হতে পারবে: কৃষি সচিব
  • খামারবাড়িতে শেষ হলো জাতীয় ফলমেলা ২০২৪
  • ইটনায় বজ্রপাতে রাখাল নিহত
  • ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
  • নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
  • ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা 
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *