ভোটের রাতে বোমা তৈরি, বিস্ফোরণে আহত ৫
নির্বাচনের আগের রাতে যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণে পাঁচজন গুরুতর জখম হয়েছে। তারা আওয়ামী লীগের সমর্থক বলে স্থানীয় বিভিন্ন সূত্র দাবি করেছে।
বুধবার রাত ৯ টার দিকে যশোর সদর উপজেলার লেবুতলা আন্দোলপোতা মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কাঠামারা গ্রামের রমজান আলীর ছেলে ইবাদুল ইসলাম (৩৮), একই গ্রামের আনার উদ্দিনের ছেলে সবুজ (২৯), আন্দোলপোতা গ্রামের বাদশা মোল্যার ছেলে গোলাম মোস্তাফা (৩০), একই গ্রামের আলাউদ্দিনের ছেলে রুবেল হোসেন (২১) এবং অপরজন রাকির হোসেন। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর ভাষ্য মতে, বৃহস্পতিবার যশোর সদর উপজেলার ১৫ ইউনিয়নের নির্বাচন। এই নির্বাচনে ত্রাস সৃষ্টির করার জন্য তারা পাঁচজন স্থানীয় আন্দোলপোতা পোতা মাঠে বোমা তৈরি করছিলেন। এক পর্যায়ে বোমা বিস্ফোরণ হলে তারা গুরুতর জখম হন। বিকট শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান লড জানান, আহতের পাঁচজনের শরীরের বিভিন্নস্থানে জখম হয়েছে। এদের মধ্যে ইবাদুল ও সবুজের অবস্থা আশঙ্কাজন। তাদের দুই জনকে ঢাকা মেডিকেলে নিতে পরামর্শ দেয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছেন তারা বোমা তৈরি করছিলেন। নিজেদের তৈরি বোমা বিস্ফোরণেই তারা আহত হয়েছেন।
ওসি আরও জানিয়েছেন, আহতের আটক দেখানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত কিনা তা পুলিশ এখনও নিশ্চিত না।
তবে আহতের স্বজন আন্দোলপোতা গ্রামের হাশেম আলীর ছেলে শামিম আহম্মেদ হাসপাতালে সাংবাদিকদের জানিয়েছেন, তাদের উপর বোমা হামলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন