ভোটে জিততে বাংলায় রথ চালাবে বিজেপি
বাংলায় পদ্মফুল ফোটাতে, আবার রথ চালাবে বিজেপি। বিধানসভা ভোটে এরাজ্যে তখত দখলের লক্ষ্যেই গেরুয়া রথ ছুটবে এরাজ্যের উত্তর থেকে দক্ষিণে। আডবাণীর রথযাত্রার স্মৃতি উসকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির কর্মকর্তারা। তবে রথ কত জোরে ছুটবে, তা অনেকটাই নির্ভর করছে বিহার ভোটের ফলের ওপর।
একটা রথযাত্রা। বদলে দিয়েছিল বিজেপি দলের চেহারা। সংসদে দুটো আসন থেকে একেবারে দিল্লির মসনদ। আডবাণীর রামরথের মহিমা ছিল এমনই। বাংলার মাটিতে গেরুয়া নিশান ওড়াতে গিয়ে সেই রথেই আস্থা রাখছে বিজেপি শিবির। বিধানসভা ভোটের আগে এরাজ্যের উত্তর থেকে দক্ষিণ চষে বেড়াবে বিজেপির রথ। কতটা বিস্তৃত সেই পথ?
বিজেপি সূত্রে খবর, উত্তরের আলিপুরদুয়ার থেকে দক্ষিণে গঙ্গাসাগর পর্যন্ত যাবে প্রচারের রথ। মূল স্লোগান আসল পরিবর্তন চাই ২০১৬-য়। রথযাত্রার বিভিন্ন পর্যায়ে রাজ্য নেতৃত্বের পাশাপাশি থাকবেন কেন্দ্রীয় নেতারা। পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের প্রতিটিতেই দলীয় পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিভিন্ন রাজ্যের বিজেপি নেতারা এরাজ্যে এসে পর্যবেক্ষকের দায়িত্ব সামলাবেন। বিজেপি নেতৃত্বের আশা, বিধানসভা ভোটের আগে বাংলায় এই রথযাত্রার মাধ্যমে বিশাল জনজাগরণ সৃষ্টি করবে তারা।
আডবাণীর রামরথযাত্রা জুড়ে ছিল হিন্দুত্বের হিড়িক। এক্ষেত্রেও কি বাংলায় জনজাগরণ তৈরি হবে হিন্দুত্বের ভিত্তিতে? তার ব্যাখ্যা অবশ্য বিজেপি নেতাদের কাছ থেকে মেলেনি। কিন্তু রথযাত্রা কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে রাজ্য বিজেপির অন্দরমহলে। দলের একটা বড় অংশের মতে, জাতপাতের যে রাজনীতি উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি বা রাজস্থানে চলে, পশ্চিমবঙ্গে তা খাটে না।
সংশয় নিয়েও রথযাত্রার জন্য তৈরি থাকতে হচ্ছে বিজেপির রাজ্য নেতাদের। কারণ বাংলায় গেরুয়া রথ ছোটানোর পরিকল্পনা বিজেপি সভাপতি অমিত শাহের। এখনও পর্যন্ত যা ঠিক আছে, তাতে অমিত শাই রথযাত্রার সূচনা করবেন। তবে সব কিছু নির্ভর করছে বিহার ভোটের ফলের ওপর। বিহারে মোদী রথ মুখ থুবড়ে পড়লে, বাংলাতেও কি হারিয়ে যাবে অমিত-রথ?
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন