ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে সকল নির্বাচনী সামগ্রী কেন্দ্র গুলোতে পাঠানো হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় উপজেলা নির্বাচন অফিস থেকে ভোট কেন্দ্র গুলোতে স্বচ্ছ ব্যালট ব্যাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ বিভিন্ন সামগ্রী পাঠানো হয়। নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সামগ্রী নিজ নিজ কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী রয়েছেন।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সী ওহিদুজ্জামান জানান, নির্বাচনকে কেন্দ্র করে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে প্রতিটি ভোট কেন্দ্রে ১০ জন পুলিশ, ১৭ জন আনসার এবং ৯টি নির্বাচনী কেন্দ্রের জন্য ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। এছাড়া ২ প্লাটুন বিজিবি ও র্যাবের ২টি টিম এবং ৭টি ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে।
উল্লেখ্য, মুকসুদপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯ শত ৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪ শত ৮৮ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৪ শত ৪৯ জন ভোটার। ৯টি কেন্দ্রে ৪৫টি বুথে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন