ভোট কেন্দ্র থেকে দুই শতাধিক ব্যালট পেপার উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার স্বামী বিবেকানন্দ আশ্রম ভোট কেন্দ্র থেকে উট প্রতীকের সিল মারা দুই শতাধিকের ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উট প্রতীকের প্রার্থী মোতালেব মজুমদারের সমর্থকরা ব্যালট পেপারসহ একটি সিল পুলিশের কাছে তুলে দিয়েছেন। ওইসময় নৌকা প্রতীকের ১০/১২ টি ব্যালট পেপারও পাওয়া গেছে।
ব্যালট পেপার খোঁজ পাওয়া ৬০ উর্ধ্ব বয়সী রজ্জবী বেগম বলেন, খালি বোতল খুজতে এসে এই ভোট কেন্দ্রে উট প্রতীকের ব্যালট পেপার পড়ে থাকতে দেখি। পরে বাড়ির লোকজনকে বিষয়টি জানানো হয়। পরাজিত কাউন্সিলর মোতালেব মজুমদারের সমর্থক গাজী মো. শরীফ বলেন, ষড়যন্ত্র করে উট প্রতীকের প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে। এটাই তার প্রমাণ। আমরা কাউন্সিলর পদে এই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের আহবান জানাই।
এজেন্ট প্রবীর সাহা ফটিক বলেন, প্রতিপক্ষ রিটন চন্দ্র সাহা লিটন ও তার দলবল আমাদের কেন্দ্রের ভিতরে হুমকি দিয়েছিল।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মমতাজ-দৌল-দানা বলেন, ভোটের হিসাব সঠিকভাবে নির্বাচন অফিসে রাতেই জমা দিয়েছি।
পরাজিত কাউন্সিলর প্রার্থী মোতালেব মজুমদার বলেন, ব্যালেট পেপার উদ্ধার হওয়ার বিষয়ে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো। জেলা নির্বাচন কর্মকর্তা ও হাজীগঞ্জ পৌরসভার রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান মুঠোফোনে বলেন, মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ভোটের সঠিক হিসাব রয়েছে। উদ্ধার হওয়া ব্যালেট পেপার যাচাই-বাছাই করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তারেক রহমান: আগে ভারতীয় শিল্পী আসতো, এখন পাকিস্তান থেকে আসে
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দেশি শিল্পীদের উপেক্ষা করে ভারত ও পাকিস্তানবিস্তারিত পড়ুন

নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর
“নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন”, এমন প্রশ্ন তুলে বিএনপিরবিস্তারিত পড়ুন

সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন