ভোট চাইতে গিয়ে নারী প্রার্থীর পুত্র সন্তান প্রসব

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংরক্ষিত এক নারী সদস্য প্রার্থী ভোট চাইতে গিয়ে সন্তান প্রসব করেছেন।
বুধবার বিকেল ৩টার দিকে রৌমারী সদর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মর্জিনা খাতুন দক্ষিণ কড়াইকান্দি গ্রামে এক পুত্র সন্তানের জন্ম দেন।
পরে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুরো একালায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রৌমারী ইউপির ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী কড়াইকান্দি গ্রামের আনিছুর রহমানের স্ত্রী মর্জিনা খাতুন অন্তঃসত্ত্বা ছিলেন। প্রতিদিনের মতো বুধবার ভোট চাইতে বের হন তিনি। দক্ষিণ কড়াইকান্দি গ্রামে প্রচারণার সময় হঠাৎ তার প্রসব বেদনা ওঠে, একপর্যায়ে পুত্র সন্তানের জন্ম দেন।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এহসানুল কবীর জানান, বর্তমানে মা ও নবজাতক দুজনেই ভাল আছে।
ষষ্ঠ দফায় আগামী ৪ জুন রৌমারী উপজেলার ৩ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে তিন উপজেলার ৫০ হাজার মানুষ পানিবন্দি
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলার ও তিস্তার পানি বেড়ে যাওয়ায় জেলার তিনবিস্তারিত পড়ুন
কুড়িগ্রামে সড়ক অবরোধ প্রত্যাহার
কুড়িগ্রামে মটর মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসীরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রীর সঙ্গে পরকীয়া, জামায়াত নেতাকে গণধোলাই
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুলছাত্রীর সঙ্গে পরকীয়া হাতেনাতে ধরা পড়ার পর একবিস্তারিত পড়ুন