ভোট পুনঃগণনা ধোঁকাবাজি : ট্রাম্প

উইসকনসিনের ভোট পুনঃগণনার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি একে ‘ধোঁকাবাজি’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ অথবা প্রশ্নবিদ্ধ না করে একে সম্মান জানানো উচিত।’
বিবিসি জানিয়েছে, শনিবার এক বিবৃতিতে ট্রাম্প স্টেইনকে অভিযুক্ত করে ট্রাম্প বলেন, ভোট পুন:গণনার নামে তহবিল সংগ্রহ করে স্টেইন তার অর্থভাণ্ডার পূর্ণ করতে চাইছেন।
এদিকে আত্মপক্ষ সমর্থন করে স্টেইন বলেন, ‘সবার মঙ্গলের স্বার্থেই নির্ভরযোগ্য নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।’ তিনি শুধু এই তিন রাজ্যেই নয়, বরং অন্যান্য রাজ্যেও ভোট পুনঃগণনা চান।
গত ৮ নভেম্বরের নির্বাচনে উইসকনসিন রাজ্যে ট্রাম্প সামান্য ব্যবধানে জয়ী হন। কিন্তু গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন সেখানে পুনরায় ভোট গণনার দাবি জানান নির্বাচন কমিশনের কাছে।
উইসকনসিন ছাড়াও স্টেইন মিশিগান ও পেনসিলভানিয়াতেও ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন। এসব রাজ্যের ফলাফলে পরিসংখ্যানগত ত্রুটি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, ভোট পুনঃগণনায় তারা অংশ নেবে।
উইসকনসিনে ভোট পুন:গণনার ফল (১০ ইলেক্টরাল ভোট) হিলারির পক্ষে গেলেও ট্রাম্পের তাতে কোনো সমস্যা হবে না। কেননা ট্রাম্প ইলেক্টরাল ভোট পেয়েছেন ২৯০। তবে বাকী দুই রাজ্যের ফলও যদি পাল্টে যায় তা হলে পরিস্থিতি অন্যরকম দাঁড়াবে। মিশিগানে ১৬ এবং পেনসিলভানিয়ায় ২০টি ইলেক্টরাল ভোট রয়েছে।
হিলারি ২৩২টি ইলেক্টরাল ভোট পেয়েছেন। এখন এই তিন রাজ্যের ফল হিলারির অনুকূলে গেলে তার ইলেক্টরাল ভোট হবে ২৭৮। সে ক্ষেত্রে প্রেসিডেন্টের দাবিদার হবেন হিলারি।
যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি অনুযায়ী ৫৩৮ ইলেক্টরাল ভোটের মধ্যে ২৭০ ভোট পেতে হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন