ভোরবেলার যে পুরুষালি ‘গোপন’ সত্য সব মহিলার জানা জরুরি!
সকালে ঘুম ভাঙলে অজান্তেই দৃঢ় হয়ে ওঠে পুরুষাঙ্গ। স্বাভাবিক ভাবেই এই নিয়ে চূড়ান্ত অস্বস্তিতে ভোগেন অধিকাংশ পুরুষ। আপাত দৃষ্টিকটূ বিষয়টি নিয়ে মহিলারা টিকা-টিপ্পনি করলেও আসল কারণ ব্যাখ্যা করলেন বিজ্ঞানীরা।
বালক থেকে বৃদ্ধ, সব বয়সের পুরুষের মধ্যেই সকালে ঘুম ভেঙে লিঙ্গের দৃঢ়তা নিয়মিত ঘটনা। বিষয়টি অনেকের পক্ষে চরম অস্বস্তিকর বলে মনে হয়। বহু নারীর ধারণা, পুরুষের মস্তিষ্কে সাত-সকালেই যৌন ইচ্ছা জাগে। কিন্তু ব্যাপারটা আদৌ সে রকম নয় বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
চিকিত্সাশাস্ত্রে শারীরিক এই পরিবর্তনের নাম ‘nocturnal penile tumescence’ (NPT)। এই শারীরিক বিক্রিয়ার পিছনে একাধিক কারণ রয়েছে বলে জানা গিয়েছে।
প্রচলিত ধারণায়, ঘুমন্ত অবস্থায় যৌন উত্তেজক স্বপ্ন দেখে থাকলে পুরুষাঙ্গ ঋজু হয়ে ওঠে। আবার কারও কারও মতে, মুত্রাশয়ে বেশি পরিমাণ প্রস্রাব জমলে তা চাপ তৈরি করে বলেই লিঙ্গ শক্ত হয়ে ওঠে। অর্থাত্ প্রস্রাব করার পরেই লিঙ্গ শিথিল হয়ে স্বাভাবিক আকার ধারণ করবে। তবে ৬০থেকে ৭০ এর কোঠায় বয়স বাড়লে পুরুষের এই প্রবণতা দূর হয়।
আসলে মস্তিষ্কের নির্দেশ সব সময় পালন করে শরীর। তার ইশারাতেই দেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ নড়াচড়া করে। গভীর ঘুমে ডুবে থাকার সময় সেই নিয়ন্ত্রণে কিছুটা ঢিলেঢালা ভাব আসে। মস্তিষ্কের কড়া নজরদারি এড়িয়ে সেই সময় স্বাধীন আচরণ করতে পারে পুরুষাঙ্গ। ঘুম থেকে ওঠার পরে পুরুষের টেস্টোস্টেরোন ক্ষরণের মাত্রা থাকে সর্বাধিক। দিনের মোট ক্ষরণের প্রায় ২৫ থেকে ৫০ শতাংশ এই সময় হয়। এর পরে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এই মাত্রা হ্রাস পায়।
চিকিত্সকদের মতে, সারা রাতে ঘুমন্ত পুরুষের অন্তত ৫-৬ বার লিঙ্গ দৃঢ় হয়ে ওঠে। কিন্তু তার মানে এই নয়, যে সেই সময় যৌন উত্তেজনা বোধ হয়। চিকিত্সকরা জানাচ্ছেন, অতিরিক্ত সংবেনশীল হওয়ার কারণে কোনও নরম জিনিসের স্পর্শ পেলেই লিঙ্গ দৃঢ় হয়ে ওঠে। তা ছাড়া, যৌনতায় পারদর্শী হতে গেলেও গভীর ঘুমের প্রয়োজন আছে। সূত্র: এইসময়
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন