ভোলায় আলুর আবাদ বাড়ছে কিন্তু কৃষকরা শঙ্কিত !
মাসুদ রানা,ভোলা প্রতিনিধিঃ ভাল ফলন হওয়ায় ভোলা জেলায় আলু চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বেড়েই চলছে। গত মৌসুমে ভাল ফলন হওয়ায় এবার ভোলায় আলুর আবাদ প্রায় দেড় গুণ বেড়েছে। তবে বীজ ভাল না হওয়ায় কোন কোন ক্ষেতে চারা গজায়নি। আবার কোথাও কোথাও ভাইরাসের আক্রমনে মরে যাচ্ছে আলুগাছ। ফলে আবাদ বেশি হলেও ফলন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। তারপরও আবহাওয়া অনুকূলে থাকলে আর ভাল বাজার মূল্য পেলে দ্বিগুণ লাভবান হওয়ার আশা করছেন চাষীরা।
উপকূলীয় দ্বীপজেলা ভোলায় গত মৌসুমে আলুর বাম্পার ফলন হয়। কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী জেলায় ৬ হাজার ৩৫০ হেক্টর জমিতে আলু চাষ করে কৃষকরা ১ লক্ষ ৪৫ হাজার ৩৬০ মেট্রিকটন আলু ঘরে তুলেছিল। বাজার মূল্য ভাল পাওয়ার সাথে সাথে ভোলায় গত বছর একটি কোল্ডস্টোর চালু হওয়ায় লাভ হয় কয়েক গুণ। এতে করে আলু চাষে কৃষকদের আগ্রহ বাড়ে। এবছর জেলায় ৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে।
কৃষি বিভাগ আশা করছে এ বছর ২ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হবে। তবে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে কৃষকের ক্ষেতে আলুর বীজ ভাল না হওয়ায় কোন কোন কৃষকের ক্ষেতে ঠিকমত চারা গজায়নি। অনেকে দ্বিতীয়বার বীজ রোপন করতে গিয়ে খরচ বেড়ে গেছে তাদের। আবার অনেক ক্ষেতে ভাইরাসের আক্রমনে গাছের পাতা কুকড়ে যাচ্ছে। গাছের বৃদ্ধি ব্যহত হচ্ছে।
কৃষকদের অভিযোগ তাদের ক্ষেতে রোগের আক্রমন হলেও কোন কৃষি কর্মকর্তা তাদের কোন খোঁজ নেয় না। পাচ্ছেনা কোন পরামর্শ। এ বছর আলু উৎপাদন খরচ গতবারের চেয়ে বেশি। তবে ন্যায্য মূল্য পেলে তারা দ্বিগুণ লাভের আশা করছেন। তবে বাজার মূল্য ভাল না হলে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভোলা নাজিউর রহমান ডিগ্রি কলেজের কৃষি বিভাগের প্রভাষক এবিএম নুরুল হক বলেন, ভাইরাসের আক্রমন ব্যাপক আকারে না হলেও এখনই সতর্ক হতে হবে। তা না হলে ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে।
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা বলেন, কৃষি সম্প্রসারণ বিভাগ আলু ক্ষেতে পর্যবেক্ষণ করে থাকে। আলু ক্ষেতে কোন রোগ বালাই নেই। তারা যে কোন সমস্যায় কৃষকদের পাশে থেকে সার্বিক পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
স্ত্রী হত্যায় ছাত্রলীগ নেতা রুবেল কারাগারে
ভোলার লালমোহনে মাহমুদা মেহের তিথি হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগবিস্তারিত পড়ুন
ভোলায় কিশোরীকে আটকে রেখে টানা ৩ দিন ধরে গণধর্ষণ!
ভোলার লালমোহনে এক কিশোরীকে আটকে রেখে টানা তিনদিন ধরে গণধর্ষণবিস্তারিত পড়ুন
ভোলায় কালবৈশাখী ঝড়ে কলেজ ছাত্রাবাস ধুমড়ে মুচড়ে গেছে, আহত-১০
কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি| ভোলার মনপুরায় প্রচন্ড কালবৈশাখী ঝড় ওবিস্তারিত পড়ুন