ভোলায় কবর থেকে লাশ উত্তোলন, প্রতিবাদে জুতা-ঝাড় মিছিল
মাসুদ রানা,ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে দাপনের পর জায়গার মালিকানা দাবী করে কবর থেকে এক মুসল্লির লাশ উঠাতে বাধ্য করেছে বাজারের দুই ব্যবসায়ী। বুধবার রাতে পৌর এলাকার লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে এলাকাবসী ওই দুই ব্যসায়ীর বিরুদ্ধে বিক্ষাভ মিছিল করে।
জানা গেছে, বুধবার ভোর রাতে ৪নং ওয়ার্ডের কৃষ্ণপুরা বাড়ির মৃত মোহম্মদ আলীর বড় ছেলে মোঃ খলিলুর রহমান (৫৫) ডাইবেটিকস্ রোগে মৃত্যুবরণ করেন। খলিলুর রহমানের কবরের জায়গা না থাকায় তার বন্ধু একই বাড়ির ডাঃ আব্দুল জলিল লঞ্চঘাট মসজিদের পাশে তার জায়গায় লাশ দাপনের জন্য অনুমোতি দেন। বুধবার সকাল ১০ টায় লঞ্চঘাট মসজিদের পাশে খলিলের দাপন সম্পন্ন হয়। দাপনের পর সেই বাড়িই মোফাজ্জল খলিফার ছেলে উজ্জল গার্মেন্ট এর মালিক মাহবুবুর রহমান খান ও তার ভাই রাশেদ গার্মেন্ট এর মালিক নাসির খান কবর দেয়া জায়গা তাদের দাবী করে লাশ উঠাতে বলে। মৃতের আত্মীয় স্বজন ভুলবশত তাদের জায়গায় দাপন করা হয়েছে বলে স্বীকার করে করলেও তারা মাননেনি। শেষ পর্যন্ত এলাকার ওয়ার্ড কাউন্সিলর ঈমাম হোসেন হাওলাদার ও মোল্লা মসজিদের ঈমাম মাওঃ মুজাম্মেল কবরের জায়গার দাম দেয়ার প্রস্তাব করলেও মাহবুব ও নাসির খান তা প্রত্যাখান করে। তারা লাশ উঠিয়ে নিয়ে যেতে বলে রাতের মধ্যেই। পরে বাধ্য হয়ে মৃতের আত্মীয় স্বজন রাত ১২টার দিকে কবর থেকে লাশ উঠিয়ে সোলায়মান হাওলাদার বাড়ির কবর স্থানে দাপন করে।
এ ঘটনায় এলাকাবাসী চরমভাবে ক্ষিপ্ত হয়। বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধ জনতা মাহাবুব ও নাসির খানের এলাকা থেকে উচ্ছেদের দাবীতে জুতা ও ঝাড়– নিয়ে মিছিল করে বাজারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
স্ত্রী হত্যায় ছাত্রলীগ নেতা রুবেল কারাগারে
ভোলার লালমোহনে মাহমুদা মেহের তিথি হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগবিস্তারিত পড়ুন
ভোলায় কিশোরীকে আটকে রেখে টানা ৩ দিন ধরে গণধর্ষণ!
ভোলার লালমোহনে এক কিশোরীকে আটকে রেখে টানা তিনদিন ধরে গণধর্ষণবিস্তারিত পড়ুন
ভোলায় কালবৈশাখী ঝড়ে কলেজ ছাত্রাবাস ধুমড়ে মুচড়ে গেছে, আহত-১০
কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি| ভোলার মনপুরায় প্রচন্ড কালবৈশাখী ঝড় ওবিস্তারিত পড়ুন