ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণ শেষে হত্যায় বিক্ষোভ
ভোলার ভেদুরিয়ায় নবম শ্রেণির ছাত্রী নাবিলাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী, শিক্ষক, মানবাধিকার কর্মীরা।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দিকে শহরের বাংলাস্কুল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাধারণ ছাত্রছাত্রীসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত হওয়া মানববন্ধনটি মানবপ্রাচীরে রূপ নেয়। এখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, মানববাধিকার কর্মী ও নারী নেত্রীরা অংশ নেন।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন বক্তব্য দেন অধ্যক্ষ সাফিয়া খাতুন, মানবধিকারকর্মী মোবাশ্বীর উল্লাহ চৌধুরী, অধিকারের স্থানীয় সমন্বয়কারী মো. আফজাল হোসেন, হাসান মিজানুর রহমান মিঠু।
বক্তারা বলেন, গত জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত ৪৭৫ জন ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ৩০ জনকে হত্যা করা হয়েছে। ভোলায় এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে। জেলার বোরহানউদ্দিনের মির্জাকালুতে এমন ঘটনা ঘটলেও পুলিশ সব সময় আসামিদের আড়াল করে রাখে। তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় না। এসব হত্যাকারীর বিচার হয় না।
ব্ক্তারা আরো বলেন, বেশির ভাগ ঘটনাই প্রভাবশালীরা ধামাচাপা দিতে সক্ষম হয়। পুলিশও তাদের পক্ষে থাকে। এ সময় বক্তারা দ্রুত ধর্ষণ ও হত্যাকারীদের গ্রেপ্তার করার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। তা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলেন।
পরে বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসক কার্যালয়ে আসে বিক্ষোভকারীরা। সেখানে জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
গত ২ নভেম্বর ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. সিরাজুল ইসলাম সেলিমের বাড়িতে আসামিরা নাবিলাকে ধর্ষণ শেষে হত্যা করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
স্ত্রী হত্যায় ছাত্রলীগ নেতা রুবেল কারাগারে
ভোলার লালমোহনে মাহমুদা মেহের তিথি হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগবিস্তারিত পড়ুন
ভোলায় কিশোরীকে আটকে রেখে টানা ৩ দিন ধরে গণধর্ষণ!
ভোলার লালমোহনে এক কিশোরীকে আটকে রেখে টানা তিনদিন ধরে গণধর্ষণবিস্তারিত পড়ুন
ভোলায় কালবৈশাখী ঝড়ে কলেজ ছাত্রাবাস ধুমড়ে মুচড়ে গেছে, আহত-১০
কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি| ভোলার মনপুরায় প্রচন্ড কালবৈশাখী ঝড় ওবিস্তারিত পড়ুন