ভ্যাট প্রত্যাহার হবে না : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
তিনি বলেছেন, ‘যে ভ্যাট আরোপ করা হয়েছে, তা প্রত্যাহার করা হবে না।’ মন্ত্রী এই ভ্যাটকে ‘রাজস্ব সংগ্রহের অন্যতম উৎস’ বলে মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, ‘আমাদের রাজস্ব সংগ্রহের উৎস কোথায়? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ভ্যাট রাজস্ব সংগ্রহের একটি ভালো উৎস হতে পারে।’
বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় সিলেট সার্কিট হাউসে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন।
এদিকে শিক্ষকদের আন্দোলন নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী। তিনি বলেছেন, ‘আমার বক্তব্যের জন্য আমি দুঃখিত।’
তবে অর্থমন্ত্রী এও বলেছেন, ‘শিক্ষকদের আন্দোলনে আমি বিস্মিত হয়েছি। কারণ তারা সরকারি সিদ্ধান্ত না জেনেই আন্দোলন করছেন।’
অর্থমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা শিক্ষকদের আন্দোলন সম্পর্কে আমার বক্তব্য জানতে চাইলে আমি বলি, এটা অকারণে শুরু হয়েছে। এই আন্দোলন আমাকে পীড়া দেয়। কারণ আন্দোলনটা দেশের শিক্ষিত গোষ্ঠী করছেন। তারা সরকারি সিদ্ধান্ত সম্পর্কে পুরোপুরি অবগত না হয়েই আন্দোলন করছেন।’
মন্ত্রী বলেন, ‘আমি জ্ঞানের অভাবে তারা আন্দোলন করছেন, এটা বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি তারা যথাযথ তথ্য না জেনেই আন্দোলন করছেন। তবে আমার বক্তব্যে যেহেতু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, সেহেতু আমি দুঃখিত। আমার বক্তব্য অনভিপ্রেত ছিল। আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি। এখন ভুল বোঝাবুঝির অবসান হোক।’
মন্ত্রী ‘বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের পদোন্নতির হার অস্বচ্ছ’ বলেও মন্তব্য করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন