দিল্লিতে মহিষ নিয়ে যাওয়ার পথে মারধর, পরে গ্রেপ্তার

ভারতের দিল্লিতে ‘অমানবিকভাবে’ মহিষ পরিবহনের অভিযোগ তুলে একটি প্রাণী অধিকার রক্ষা কমিটির সদস্যরা তিন ব্যক্তিকে মারধর করে। পরে পুলিশ তিনজনকেই গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, আটক তিন ব্যক্তি জবাই করার জন্য হরিয়ানার গুরগাঁ থেকে শনিবার রাতে মহিষগুলো গাজিয়াবাদের গাজিপুর মান্ডিতে নিয়ে যাচ্ছিল।
যদিও ‘পিপুলস ফর অ্যানিমেলস’নামের প্রাণী অধিকার রক্ষা দলের সদস্যরা মারধরের অভিযোগ অস্বীকার করেছে।
দলের সদস্য গৌরভ গুপ্তা সাংবাদিকদের বলেন, “একটি ট্রাকে করে খুবই অমানবিকভাবে মহিষ বোঝাই করে নিয়ে যওয়ার খবর আমরা পাই এবং ওই ট্রাকটি অনুসরণ করি….এরপর আমরা পুলিশকে খবর দেই।”
পুলিশ জানায়, তারা ট্রাকটি জব্দ করেছে এবং সেখানে ‘খুবই গাদাগাদি করে রাখা’১৪টি মহিষ খুঁজে পেয়েছে।
ট্রাকে থাকা তিন ব্যক্তির বিরুদ্ধে প্রাণীর সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে মামলা করা হয়েছে। যদি তারা দোষী সাব্যস্ত হন তবে পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানা হবে।
ওই তিন ব্যক্তিকে গত রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
“অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।”
হাসপাতালটির চিকিৎসকরা জানান, তাদের শরীরে ‘মারধরের চিহ্ন ছিল’। চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন