ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু মডেলের, গুরুতর আহত অভিনেতা বিক্রম
স্থানীয় বাসিন্দারাই এসে কোনওক্রমে সনিকা এবং বিক্রমকে আহত অবস্থায় উদ্ধার করেন।
কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল সুপারমডেলের। মৃত ওই মডেলের নাম সনিকা সিংহ চৌহান। এই দুর্ঘটনাটিতে আহত হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।
পুলিশ সূত্রে খবর, এ দিন ভোররাতে দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ-তে লেক মলের সামনে গাড়িতে করে যাচ্ছিলেন বিক্রম এবং সনিকা। বিক্রম চালকের আসনে ছিলেন বলে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। রাস্তা ছেড়ে ফুটপাথে উঠে যায় গাড়িটি। এর পরে একটি দোকানে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনার জেরে রীতিমতো দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি।
স্থানীয় বাসিন্দারাই এসে কোনওক্রমে সনিকা এবং বিক্রমকে আহত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে সনিকাকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিনেতা বিক্রমকে প্রথমে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও পরে ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













