ভয়ের দেশ প্রমাণে টার্গেট হত্যাকাণ্ড: আশরাফুল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জনমনে আতঙ্ক সৃষ্টি আর বাংলাদেশ ভয়ের দেশ- এটা প্রমাণ করতেই টার্গেট হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। সরকার এদের দমনে দিন-রাত কাজ করছে। কারণ, বাংলাদেশ ভয়ের দেশ না। আমরা সাহসী জাতি। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দুই একটি খুন করে বাংলার মানুষের মনে ভয় ধরানো যাবে না।
আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৬১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও মেরিট মেডেল প্রদান করেন সৈয়দ আশরাফ। এছাড়া সর্ব্বোচ্চ নম্বর পেয়ে মেধা তালিয়ায় প্রথম স্থান অধিকারী সহকারী পুলিশ কমিশনার আতিকুল ইসলাম প্রধানকে বিপিএটিসির রেক্টর পদক প্রদান করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের রুপকল্প ২০২১ তৈরিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের দায়িত্ব অপরিহার্য। সৈয়দ আশরাফ আরো বলেন, সুশাসনের একটি পূর্বশর্ত হলো সেবামুখী ও জনমুখী সিভিল প্রশাসন। যারা সরকারের নীতি-নির্ধারণে সহায়তা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে তার বাস্তবায়ন করবেন। এজন্য কেন্দ্রীয় পর্যায়ের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করার আহবান জানান তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। ছয়মাস মেয়াদি এ কোর্সে জুডিসিয়াল সার্ভিসসহ বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৭টি ক্যাডারের মোট ৫৪৫ জন নবীণ কর্মকর্তা অংশ নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন