মওদুদ সাহেবরা যা খুশি বলছেন : সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা এখন যা খুশি, তা বলে যাচ্ছেন। তাঁদের কথায় কিছু আসে যায় না।
আজ শনিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘মওদুদ আহমদ সাহেবরা এখন যখন যা খুশি তা বলে যাচ্ছেন। তাঁরা আসলে অরণ্যে রোদনের মতো। তাঁদের এসব কথাবার্তার কোনো বাস্তব কিছু নেই। তাঁরা একটা সম্মেলন করেছে। সাত দিনে একটা কমিটি করতে পারে নাই। কমিটি করার জন্য লন্ডনের দিকে তাকিয়ে আছে। ওরা কে, কী বলল তাতে আমাদের কিছু আসে যায় না।’
সম্প্রতি এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছিলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া অর্থ চুরি সম্ভব নয়। সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের উল্লিখিত কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতার ৪৫ বছরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী সেতু পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করা, এটাও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী অর্জন। স্বাধীনতার ৪৫ বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের সেরা গ্রেট লিডারের তালিকায় বিশ্ব স্বীকৃতি পেয়েছেন। সেটা হলো বাংলাদেশের অর্জন।’
এর আগে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও নিজ মন্ত্রাণালয়ের পক্ষ থেকে পৃথক শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এরপর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ শ্রদ্ধা জানায়। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেয় তারা। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন