‘মকবুল যে রাজাকার ছিলেন সেটি তথ্য-উপাত্তে স্পষ্ট’
জামায়াতের আমির মকবুল আহমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্তে অগ্রগতি হয়েছে জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান বলেছেন, মকবুল যে রাজাকার ছিলেন সে বিষয়টি তথ্য-উপাত্তে স্পষ্ট।
সোমবার দুপুরে ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আব্দুল হান্নান বলেন, আমাদের কাছে এতোদিন অভিযোগ ছিল না। একটি অনলাইনে করা প্রতিবেদনের ভিত্তিতে আমরা তদন্তে যাই। এখনও প্রাথমিক তদন্ত চলছে। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা হবে কিনা সে বিষয় সিদ্ধান্ত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের আমির হওয়ার সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই। তিনি যে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় রাজকার ছিলেন সেটা স্পষ্ট। এটা আমাদের কাছে সুনির্দষ্টভাবে প্রমাণিত হয়েছে। একটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর আমরা তদন্ত সংস্থা থেকে অনুসন্ধান শুরু করি। তারপর আমাদের তদন্ত সংস্থার কর্মকর্তা ফেনীতে গিয়ে তদন্ত করেন। মকবুল আহমাদে মুক্তিযুদ্ধের সময় হত্যাসহ নানা অপরাধের সঙ্গে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।
ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখার তিন রাজাকারের বিরুদ্ধে পাঁচটি অভিযোগে তদন্ত চূড়ান্ত করেছেন সংস্থাটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন