মঙ্গলবার থেকে শীত কমছে

রাজধানী ঢাকাসহ সারাদেশে সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমছে না। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় এখনো শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে রাজধানীতে শীতের তীব্রতা কমতে আরো দুই দিন লাগবে। আগামী মঙ্গলবার রাত থেকে রাজধানীতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে,গতকাল শনিবার চুয়াডাঙ্গা ও যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো। আজ রবিবারও এই দুটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, টাঙ্গাইল, সীতাকুণ্ডে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া উত্তরাঞ্চলের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রির মধ্যে রয়েছে। তবে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং যশোরে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ঢাকায় শীতের তীব্রতা কমতে আরো দুই দিন লাগবে। আগামী মঙ্গলবার রাত থেকে তাপাত্রা বাড়বে। তবে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হাল্কা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং সীতাকুন্ড অঞ্চলসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন