মচকে যাওয়া পা নিয়েই শুটিং করলেন মৌমিতা
শুটিং করার আনন্দ যেমন আছে, তেমনি কষ্টও আছে। দর্শকদের বিনোদন দিতে গিয়ে কষ্টটায় বেশি সইতে হয় কলাকুশলীদের। মাঝে মাঝে দুর্ঘটনার শিকারও হতে হয় তাঁদের। এই তো গতকালই দুর্ঘটনার শিকার হলেন ‘ফ্রেন্ডস ফর এভার’ ছবির নায়িকা মৌমিতা।
একটি গানের দৃশ্যে শুটিং করতে গিয়ে পা মচকে যায় মৌমিতার। কিন্তু বিশ্রাম নেওয়ার অবসর ছিলো না তার। শেষে মচকে যাওয়া পা নিয়েই শুটিং করেন তিনি। ২৭ নভেম্বর দুপুরে পা মচকে গেলেও মৌমিতাকে কাজ করতে হয়েছে রাত পর্যন্ত।
এ প্রসঙ্গে মৌমিতা বলেন, ‘বগুড়ার যমুনা নদীর তীরে শুটিং চলছিল। নৌকা তেকে নামার সময় হঠাৎ পা মচকে যায়। সামান্য পা মালিশ করে দাঁড়িয়ে যাই শুটিং সেটেরে সামনে। তখন কিছু মনে না হলেও পরে আস্তে আস্তে পা ব্যাথা করতে শুরু করে। শেষে ড্রেস চেঞ্জ করার পর বিশ্রাম নেওয়ার জন্য বসলে এরপর আর উঠতে পারছিলাম না। এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারো শুটিং করতে হয়েছে।’
এদিকে আগামীকাল থেকে অনার্স পরীক্ষা থাকায় সময়ের কথা চিন্তা করে অসুস্থ পা নিয়েই গভীর রাত পর্যন্ত শুটিং করে ঢাকায় ফিরে আসেন তিনি।
উল্লেখ্য ‘ফেন্ডস ফর এভার’ ছবির গানের দৃশ্যে মৌমিতার সঙ্গে অংশ নিয়েছিলেন নায়ক শক্তি খান।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













