মঠবাড়িয়ায় ৫ হত্যা : ছয় দিনেও গ্রেপ্তার নেই
পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাফা ইউনিয়নে পুলিশ-বিজিবির গুলিতে পাঁচজন নিহতের ঘটনার ছয় দিন পরও কোনো গ্রেপ্তার নেই।
এলাকাবাসী সঙ্গে কথা বলে জানা গেছে, মঠবাড়িয়ার ধানীসাফা এলাকায় তাঁরা আতঙ্কে রয়েছেন। রাত হলেই প্রশাসনের বিভিন্ন দপ্তরের লোকজনের আনাগোনায় ভীতসন্ত্রস্ত তাঁরা। নির্বাচনী সহিংসতার সঙ্গে এলাকার কেউ জড়িত নন বলে জানিয়েছেন বাসিন্দারা। যেহেতু ঘটনার সঙ্গে জড়িত তাঁরা এলাকার কেউ নন, এ বিষয় তাঁরা কথাও বলবেন না। এ ছাড়া যে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন, তাঁরা কেউ এলাকার নন।
গত ২২ মার্চ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের রাতে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রেখে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ ও বিজিবি গুলি ছোড়ে। এতে পাঁচজন নিহত হন। এ ঘটনায় পরে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ গ্রামবাসীকে আসামি করে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করে পুলিশ।
অন্যদিকে ঘটনার তদন্তে দুটি তদন্ত কমিটি গঠিত হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন তদন্তসংশ্লিষ্ট কেউ।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, মামলার তদন্তকাজ এগিয়ে যাচ্ছে। তবে কোনো গ্রেপ্তার নেই।
মামলা, হত্যাকাণ্ড কিংবা পুলিশি হয়রানি কোনোটির দায় নিতে রাজি নন সাফা গ্রামের বাসিন্দারা। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তাঁরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন