মডেল সনিকা সিং চৌহানের মৃত্যু হয়েছে, সেই দুর্ঘটনার জেরেই কি গ্রেপ্তার হতে পারে বিক্রম ?
মডেল সনিকা সিং চৌহানের মৃত্যু হয়েছে। আর সেই দুর্ঘটনার পরই কি এবার অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের তোড়জোড় শুরু করছে পুলিশ। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পান অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। কিন্তু, তাতে জট কাটেনি। হাসপাতালে গিয়েই বিক্রমকে নোটিশ ধরায় পুলিশ। জানানো হয়, আগামী ৭ দিনের মধ্যেই টালিগঞ্জ থানায় হাজিরা দিতে হবে বিক্রমকে। যদিও এ বিষয়ে স্পষ্টভাবে কোনও মন্তব্য করেনি অভিনেতা।
তবে শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে বাবার সঙ্গে বেরণ অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তিনি কি থানায় হাজিরা দিতে যাচ্ছেন? এ বিষয়ে প্রশ্ন করা হলেও, তা এড়িয়ে যায় অভিনেতার পরিবার। এ বিষয়ে যা বলার সাংবাদিক সন্মেলন করেই জানানো হবে বলে বিক্রমের বাবা জানিয়েছেন। জানা যাচ্ছে, বিক্রমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ২৭৯ , ৪২৭ ধারায় অর্থাত গাফিলতির জেরে মৃত্যু, সম্পত্তি নষ্ট এবং অনিচ্ছাকৃতভাবে খুনের মামলা দায়ের করা হয়েছে।
সম্প্রতি লেট নাইট পার্টি সেরে বাড়ি ফেরার পথে লেক মলের কাছে দুর্ঘটনায় পড়ে বিক্রমদের গাড়ি। ওই গাড়িতে বিক্রমের সঙ্গে ছিলেন মডেল সনিকা সিং চৌহান। ঘটনার সঙ্গে সঙ্গেই দুই জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে, কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় সনিকার। যার পর পরই বিক্রমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ওই মডেলের পরিবার। পাশাপাশি, কালিকাপ্রসাদের মৃত্যুর পর তাঁর গাড়ির চালককে পুলিশ গ্রেফতার করলে, সেই একই অপরাধে কেন ছাড় পাবেন বিক্রম, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













