মধুর ক্যান্টিনে আড্ডায় বসলেন ওবায়দুল কাদের
আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্ররাজনীতির সূতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ছাত্রলীগের খোঁজখবর নিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মধুর ক্যান্টিনে এসে ছাত্রলীগ নেতাদের সঙ্গে আধা ঘণ্টার জন্য চায়ের আড্ডায় বসেন ওবায়দুল।
ওই সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেইন, ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।
ওবায়দুল কাদের স্মৃতিবিজড়িত মধুর ক্যান্টিনের চা পান করেছেন। এ সময় তিনি ছাত্রলীগ নেতাদের রাজনীতির আগে পড়ালেখায় মনোযোগ দেওয়ার তাগিদ দেন।
ওবায়দুল কাদেরের আড্ডা প্রসঙ্গে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স এনটিভি অনলাইনকে বলেন, ‘মাননীয় মন্ত্রী ছাত্রলীগের নেতাকর্মীদের পড়ালেখায় মনোযোগী হতে বলেছেন। তিনি নেতাকর্মীদের সকাল সকাল ঘুম থেকে উঠতে, দিনের শুরুতেই কয়েক ঘণ্টা পড়ালেখা করতে, এর পর মধুর ক্যান্টিনে সময় দিতে বলেন। পড়ালেখার পাশাপাশি রাজনীতি করার পরামর্শ দেন মন্ত্রী।’
ছাত্রলীগ নেতারা মনে করছেন, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে এভাবে কাছে এসে খোঁজখবর নেওয়া ইতিবাচক প্রভাব ফেলবে।
ওবায়দুল কাদের ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন