মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না : নৌমন্ত্রী
নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না। মেয়াদ শেষে আগামী ২০১৯ সালে সঠিক সময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ১১টায় কুড়িগ্রামের ভুরুঙ্গমারী উপজেলার সোনাহাটে বঙ্গসোনাহাট স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনে অস্তিত্ব রক্ষার জন্য বিএনপি নির্বাচনে যেতে বাধ্য হবে। কারণ তারা জানে সংগঠন বাঁচাতে গেলে নির্বাচনে আসতে হবে। গণতন্ত্রের প্রতি ন্যূনতম আস্থা থাকলে তারা অবশ্যই নির্বাচনে আসবে।
এখানে তিনি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে চেক বিতরণ করেন। মন্ত্রী প্রতিশ্রুতি দেন খুব শিগগিরই সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম চালু করা হবে। ২০১৩ সালের ১৭ নভেম্বর এই স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সাংসদ মো. জাফর আলী, কুড়িগ্রাম ১ আসনের সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি দেশবন্ধু গ্রুপের চেয়ারমান সিআইপি গোলাম মোস্তফা, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, বিআইডাব্লিউআরটিএ’র চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

তারেক রহমান: আগে ভারতীয় শিল্পী আসতো, এখন পাকিস্তান থেকে আসে
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দেশি শিল্পীদের উপেক্ষা করে ভারত ও পাকিস্তানবিস্তারিত পড়ুন

নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর
“নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন”, এমন প্রশ্ন তুলে বিএনপিরবিস্তারিত পড়ুন

সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন