মধ্যরাতের ঘটনাঃ ভোট গণনাকক্ষে নায়ক শাকিবের প্রবেশ নিয়ে হাতাহাতি

এফডিসির শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনার সময় আচমকা হাজির হন শাকিব খান। অনেক কাঠখড় পেরিয়ে তিনি সোজা ঢুকে পড়েন গণনাকক্ষে। পরক্ষণে তার প্রবেশ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এফডিসির আঙিনায়। এক পর্যায়ে ধাওয়া খেয়ে এফডিসি ত্যাগ করতে বাধ্য হন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা। ধাওয়ার সময় চিত্রনায়ক সায়মন সাদিক সামান্য আহত হয়েছেন।
শুক্রবার মধ্যরাতে এফডিসি চত্বরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, রাত দুইটার দিকেপর এফিডিসিতে যাওয়ার পর শাকিব খান ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ নিয়ে মিশা-জায়েদ প্যানেলের লোকজন বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা করে শাকিব ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ নিয়ে এফডিসি চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মিশা-জায়েদ প্যানেলের নেতাকর্মীরা সাকিবকে বের করতে আনার চেষ্টা করেন। এ সময় বাইরে থেকে অনেকে চেয়ার ছুঁড়ে মারতে থাকেন। এতে চিত্রনায়ক সাইমন আহত হয়। হট্টগোলের একপর্যায়ে ধাওয়া খেয়ে এফডিসি ত্যাগ করতে বাধ্য হন শিল্পী সমিতির সাবেক সভাপতি শাকিব। এ সময় অনেকে শাকিবের গাড়ি লক্ষ্য করে স্যান্ডেল ও ইট ছুঁড়ে মারে বলে প্রত্যক্ষদর্শী অনেকে জানান।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর বলেন, ভোট গণনাকক্ষে প্রার্থীর প্রতিনিধি ছাড়া কারও প্রবেশের অনুমতি নেই। সেখানে শাকিব খান একজন সাধারণ ভোটার। ভোট গণনা নিয়ে পেছনের গেট দিয়ে শাবিক প্রবেশ করায় আমরা তাকে দেখতে পাইনি। তবে সেখানে বেশিক্ষণ থাকতে না দিয়ে আমরা তাকে বের করে দিয়েছি।`
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন