মধ্যরাতের ঘটনাঃ ভোট গণনাকক্ষে নায়ক শাকিবের প্রবেশ নিয়ে হাতাহাতি

এফডিসির শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনার সময় আচমকা হাজির হন শাকিব খান। অনেক কাঠখড় পেরিয়ে তিনি সোজা ঢুকে পড়েন গণনাকক্ষে। পরক্ষণে তার প্রবেশ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এফডিসির আঙিনায়। এক পর্যায়ে ধাওয়া খেয়ে এফডিসি ত্যাগ করতে বাধ্য হন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা। ধাওয়ার সময় চিত্রনায়ক সায়মন সাদিক সামান্য আহত হয়েছেন।
শুক্রবার মধ্যরাতে এফডিসি চত্বরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, রাত দুইটার দিকেপর এফিডিসিতে যাওয়ার পর শাকিব খান ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ নিয়ে মিশা-জায়েদ প্যানেলের লোকজন বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা করে শাকিব ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ নিয়ে এফডিসি চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মিশা-জায়েদ প্যানেলের নেতাকর্মীরা সাকিবকে বের করতে আনার চেষ্টা করেন। এ সময় বাইরে থেকে অনেকে চেয়ার ছুঁড়ে মারতে থাকেন। এতে চিত্রনায়ক সাইমন আহত হয়। হট্টগোলের একপর্যায়ে ধাওয়া খেয়ে এফডিসি ত্যাগ করতে বাধ্য হন শিল্পী সমিতির সাবেক সভাপতি শাকিব। এ সময় অনেকে শাকিবের গাড়ি লক্ষ্য করে স্যান্ডেল ও ইট ছুঁড়ে মারে বলে প্রত্যক্ষদর্শী অনেকে জানান।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর বলেন, ভোট গণনাকক্ষে প্রার্থীর প্রতিনিধি ছাড়া কারও প্রবেশের অনুমতি নেই। সেখানে শাকিব খান একজন সাধারণ ভোটার। ভোট গণনা নিয়ে পেছনের গেট দিয়ে শাবিক প্রবেশ করায় আমরা তাকে দেখতে পাইনি। তবে সেখানে বেশিক্ষণ থাকতে না দিয়ে আমরা তাকে বের করে দিয়েছি।`
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন