মধ্যরাত থেকে কেটে যাবে গ্যাসের সমস্যা : তিতাস
রাজধানীর তীব্র গ্যাস সংকট মধ্যরাত থেকে অনেকটাই কেটে যাবে বলে আশা করছে গ্যাস-সংক্রান্ত সেবাদানকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে গেল বছরগুলোর মতোই শীতের তীব্রতার সঙ্গে সঙ্গে লাইন সংকুচিত হওয়া ও চাপ কমে যাওয়ায় গ্যাসের সংকট পুরোপুরি কাটবে না বলেও মনে করছে প্রতিষ্ঠানটি।
আবাসিক, শিল্প কারখানা, সিএনজি স্টেশন সব ক্ষেত্রেই সপ্তাহখানেক ধরে তীব্র গ্যাস সংকটে আছেন রাজধানীবাসী। বাখরাবাদ থেকে সিদ্ধিরগঞ্জ পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার পাইপলাইন জরুরি ভিত্তিতে রক্ষণাবেক্ষণের কাজ করার কারণেই এই সংকট তৈরি হয়েছিল বলে জানিয়েছে তিতাস।
রোববার থেকে শুরু হওয়া এই কাজ শেষ হয়েছে আজ মঙ্গলবার। এ কারণে গ্যাস সংকট অনেকটাই কেটে যাবে বলে আশা করছে তিতাস।
তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) এইচ এম আলী আশরাফ বলেন, ‘সব মিলিয়ে একটু একিউট (তীব্র) হয়ে গেছে। তবে আগামীকাল থেকে ভালো হওয়া শুরু করবে। মূলত আজ (মঙ্গলবার) রাত থেকেই ভালো হওয়া শুরু করবে। কাল (বুধবার) থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে।’
আর বরাবরই শীতকালে গ্যাসের চাহিদা স্বাভাবিক সময়ের চেয়ে ২০-২৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। আবার শীতের কারণেই গ্যাসের পাইপলাইন সংকুচিত হয়ে যায়, চাপও কমে যায়। তাই শীতকালে গ্যাসের চাপ খানিকটা কমে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি সমাধানে তাদের পরিকল্পনা আছে, আপাতত অর্থেরও সমস্যা নেই। তবে ঘাটতি আছে লোকবলের।
এইচ এম আলী আশরাফ বলেন, ‘আশঙ্কা অনুযায়ী আমরা নিঃসন্দেহে বলতে পারি যে, প্রস্তুতি রাখব যাতে সংকট না হয় কোনোরকম। রাজেট নিয়ে সমস্যা নেই। লোকবল নতুন করে রিক্রুট হচ্ছে না বলে এ সমস্যা তো আছেই।’
মঙ্গলবার রাত থেকে গ্যাস সংকটের তীব্রতা কমলেও শীতকালে গ্যাসের সংকট পুরোপুরি কাটবে না বলেও মনে করছে প্রতিষ্ঠানটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন