মনে পড়ে অভিনেতা অমল বোসকে?

ইত্যাদির নানা-নাতি পর্বের নানা অমল বোসকে কে না চেনে? আসল নামের চেয়ে ইজ্জত আলী তালুকদার হিসেবেই তাঁর বেশ পরিচিতি ছিল। বিটিভিতে সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে প্রচারিত বিশেষ নাটিকায় অসুর চরিত্রে অভিনয় করে তিনি ‘জাতীয় মহিষাসুর’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন।
দীর্ঘ ৩৮ বছর ঐ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র ‘নানা-নাতি’ পর্বে অমল বোসের নানা ও মোহাম্মদ শওকত আলী তালুকদারের নাতি চরিত্রটি বহুল আলোচিত হন।
এইতো গত ২৩ জানুয়ারি এই খ্যাতিমান অভিনেতার ৫ম মৃত্যুবার্ষিকী। ১৯৪৩ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন তিনি। সিনেমার পাশাপাশি মঞ্চ , টিভি, বেতার , বিজ্ঞাপনচিত্রসহ সর্বক্ষেত্রেই দীপ্ত পদচারণা ছিল তাঁর।
মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে যাত্রাশুরু। ১৯৬৬ সালে রাজা সন্ন্যাসী ছবিতে অভিনয় করে চলচ্চিত্রে পদার্পণ করেছিলেন। এরপর থেকে নিয়মিতই চলচ্চিত্রে অভিনয় করতেন তিনি। বিশেষ করে কমেডি ক্যারেক্টারে তিনি ছিলেন অনন্য। অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্র পরিচালনাও করেন অমল বোস। কেন এমন হয় নামের এই ছবিটি তিনি পরিচালনা করেন সত্তরের দশকে। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো : নীল আকাশের নীচে, দাঙ্গা, আজকের প্রতিবাদ, মহুয়া, সোনালী আকাশ, রাজলক্ষ্মী শ্রীকান্ত, অবিচার, তোমাকে চাই, মন মানেনা, মিলন হবে কতো দিনে, সন্তান যখন শত্রু, ভালোবাসা কারে কয়, কুসুম কুসুম প্রেম, রং নাম্বার ইত্যাদি।
অমল বোস নব্বইয়ের দশকে চাষী নজরুল ইসলাম নির্মিত “আজকের প্রতিবাদ” ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। ২০১২ সালে তিনি মৃত্যুবরণ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন