‘মনে মনে ভাবি, ভিন ডিজেলের সন্তানের মা হয়েছি আমি’

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রেমের কথা সবারই জানা। তবে প্রকাশ্যে এ নিয়ে কখনও মুখ খোলেননি আলোচিত এই বলিউড জুটি।
তবে এবার নায়িকা যা বললেন তাতে দীপিকা-রণবীরের সম্পর্ক নিয়ে সবাইকে নতুন করে ভাবতে হবে।
বলিউড দাঁপিয়ে বেড়ানো দীপিকা এবার হলিউড জয় করতে ব্যস্ত। এরই মধ্যে অভিনয় করেছেন ‘এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জেন্ডার কেস’ সিনেমা। এতে দীপিকার বিপরীতে অভিনয় করেছেন হলিউড তারকা ভিন ডিজেল।
তাদের রসায়ন প্রশংসিত হয়েছে সর্বত্র। ভিন ডিজেল ও দীপিকাকে নিয়ে নানা কথাও শোনা যাচ্ছে। সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন স্বয়ং দীপিকা।
হলিউডের একটি শোয়ে হাজির হয়েছিলেন নায়িকা। শোয়ের হোস্ট দীপিকার কাছে জানতে চান, ‘ছবিতে রোম্যান্টিক দেখিয়েছে। তোমার মুখ দেখে আমি আন্দাজ করতে পারি। তবে কি সত্যি কিছু?’ দীপিকার সপ্রতিভ জবাব, ‘আগুন ছাড়া ধোঁয়া বের হয় না।’
দীপিকা বলেন, ‘ভিন ডিজেলের প্রতি আমার দুর্বলতা রয়েছে। মনে মনে ভাবি, আমি আর ভিন ডিজেল একসঙ্গে রয়েছি। ভিনের সন্তানের জন্ম দিয়েছি আমি। এ সব চিন্তা আমার মাথায় ঘুরপাক করে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন