মনে হচ্ছিল আজ রাস্তায় প্রথম ড্রাইভ করছি: নিরব

সম্প্রতি মেয়ের বাবা হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক নিরব। গত ২৩ মে দিবাগত রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিরবের স্ত্রী তাশফিয়া ঋদ্ধির কোলজুড়ে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান।
সদ্য জন্ম নেয়া ফুটফুটে সন্তান পেয়ে নিরব-ঋদ্ধি দম্পতি খুশি। নিরব তার মেয়ের নাম রেখেছেন- সুহাইমা হোসেন যুওয়াইনাহ্। তবে এখনি মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিচ্ছেন না নিরব।
মেয়ের ছবি না দেওয়া প্রসঙ্গে এর আগে নিরব বলেছিলেন, দোয়া করেছিলাম আমাদের যেন মেয়ে হয়। ‘আমি সুন্দর এক মেয়ের বাবা হয়েছি। এটা সত্যিই অনেক আনন্দের। মেয়ের কথা চিন্তা করেই কোন ছবি ফেসবুকে দিচ্ছি না। বাসা থেকে নিষেধাজ্ঞা আছে।
এতদিন মেয়ের ছবি ফেসবুকে না দিলেও শনিবার সন্ধ্যায় একটি ছবি শেয়ার দিয়েছেন নিরব। সেখানে দেখা যায়, নিরব ড্রাইভ করছেন, আর তার পাশের সিটে একমাত্র কন্যা সন্তান সুহাইমা হোসেন যুওয়াইনাহ্কে কোলে নিয়ে বসে আছেন ঋদ্ধি।
ছবিটি শেয়ার দিয়ে নিরব লিখেন, প্রথম যেদিন রাস্তায় নিজে drive করতে শুরু করেছিলাম, সে কি ভয়! আজও মনে হচ্ছিল প্রথম drive করছি কারন আজই প্রথম যুওয়াইনাহ আমার গাড়ীতে উঠেছে।
উল্লেখ্য, নিরব ও ঋদ্ধির পরিচয় হয় ২০১৪ সালের ফেব্রুয়ারিতে, অনেকটা নাটকীয়ভাবেই। দিনাজপুরের মেয়ে ঋদ্ধি সেদিন অটোগ্রাফ নিতে এসেছিলেন নিরবের। ১০ ফেব্রুয়ারি তাঁদের প্রথম ফোনে কথা হয়। আর একুশে ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় প্রথম দেখা করেন তাঁরা। ধীরে ধীরে তাঁদের যোগাযোগ রূপ নেয় প্রেমে। প্রেমের সফল সমাপ্তি হয় বিয়ের মধ্য দিয়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন