মনোচিকিৎসকের শরণাপন্ন নেইমার
মালাগার বিপক্ষে ম্যাচে লরেন্তেকে অহেতুক ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। নিয়ম অনুযায়ী দুই হলুদ কার্ডের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা ছিল এই তারকার। তবে মাঠ ছাড়ার আগে সহকারী রেফারিকে ব্যঙ্গ করায় শাস্তি হিসেবে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই তারকা। আর ভবিষ্যতে যাতে এমন ভুল আর না হয়, তাই নেইমারকে মনোবিদের কাছে পাঠিয়েছিলেন বার্সা কোচ এনরিকে।
নেইমারকে মনোবিদের কাছে পাঠানোর ব্যাপারে এনরিকে বলেন, ‘আসলে ওই লাল কার্ডের পর অনেক বেশি ভেঙে পড়েছিল নেইমার। আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলি। তখন বুঝতে পারলাম, হতাশা ঘিরে ধরেছে নেইমারকে। তাই দ্রুতই মনোবিদের কাছে তাকে পাঠাই। আশা করি ভালো হবে নেইমারের জন্য।’
এনরিকের ঘনিষ্ঠ মনোবিদ জোয়াকুইন বালদেসের সঙ্গে দেখা করার পর নেইমার বলেন, ‘বালদেসের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটালাম। ওই সময়গুলো দারুণ ছিল। আমার চিন্তা-ধারায় আমুল পরিবর্তন ইতোমধ্যে এসেছে। আমি আবারও যাবো তার কাছে। এজন্য এনরিককে ধন্যবাদ।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন