মনোবিদের সাহায্য নিতে হবে না মুস্তাফিজকে
গত জুলাইতে সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন কাপে অংশ নিতে গিয়েই চোটে আক্রান্ত হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এই চোট এতটাই গুরুতর ছিল যে তাঁকে অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছিল। এরপর ঢাকায় ফিরে দীর্ঘদিন ধরে পুনর্বাসনে ছিলেন এই বাঁ-হাতি পেসার। তাই ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি। খেলতে পারেননি ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।
অস্ত্রোপচারের পর নিউজিল্যান্ড সিরিজের দলে সুযোগ পেলেও সবগুলো ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজ। কয়েকটি ম্যাচে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানো হয়েছিল তাঁকে। খেলেননি দুটি টেস্ট সিরিজের একটি ম্যাচেও। তাহলে কী এই বাঁহাতি পেসারের মনোবলে ঘাটতি রয়েছে?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী তা মোটেও মনে করছেন না। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ ব্যাপারে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা ঠিক, অস্ত্রোপচারের পর মাঠে ফিরলে একজন ক্রিকেটারের মনোবলে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। তবে সময়ের সাথে সাথে তা কেটে যায়। মুস্তাফিজের ব্যাপারে আমি বলতে পারি, এই মুহূর্তে তাঁর কোনো মনোবিদের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমার বিশ্বাস, ধীরে ধীরে তাঁর সবই ঠিক হয়ে যাবে।’
তা ছাড়া এই বাঁহাতি পেসারের অন্য চোটেরও সমস্যা নেই বলে মনে করেন তিনি। এ ব্যাপারে বিসিবির এই চিকিৎসক বলেন, ‘মুস্তাফিজের যে চোট নিয়ে এখন আলোচনা হচ্ছে, তাঁর পাঁজরের সেই সমস্যা এখন আর নেই। এটা পেসারদের খুব সাধারণ একটা সমস্যা।’
এদিকে নিউজিল্যান্ড সিরিজে মুমিনুলের পাঁজরেও বড় আঘাত লেগেছিল। তবে সে দ্রুতই মাঠে ফিরতে পারবে বলে আশাবাদী বিসিবির চিকিৎসকরা। তেমনি তাঁরা আশাবাদী ইমরুল ও মাশরাফিকে নিয়েও।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন