মন্ত্রিসভা বৈঠক বন্ধে উকিল নোটিশ

সোমবার নিয়মিতি মন্ত্রিপরিষদ বৈঠক বন্ধে উকিল নোটিশ দেয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে ওই দিন প্রধানমন্ত্রীর নেতৃত্বেবৈঠক হওয়ায় যানজটে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। তাই এ বৈঠক বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাত দিন সময় বেঁধেদিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি এটি পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।
বৃহস্পতিবার সকালে ডাকযোগে এই উকিল নোটিশটি পাঠান অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। তিনি দাবি করেন সপ্তাহে একদিন কেবিনেট মিটিং সংবিধানে উল্লেখিত ৮০ ও ৫৫(৬) ধারার পরিপন্থি।
কোনো ধরনের নিয়ম-নীতি ছাড়া কেবিনেট মিটিং করার কারণও জানতে চাওয়া হয়েছে ওই নোটিশে। সেই সঙ্গে কেবিনেট মিটিং যদি করতে হয় তবে তা যেন প্রধানমন্ত্রীর কার্যালয় অথবা রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে করার যুক্তি তুলে ধরেন তিনি। ওই আইনজীবী বলেন, ‘সকল কেবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকতে হবে বিষয়টা এমন নয়। একইসঙ্গে কোনো ধরনের আইন সংসদে উপস্থাপন করার আগে কেবিনেটে আলোচনা করতে হবে, বিষয়টা সংবিধানের সংশ্লিষ্ট ধারায় উল্লেখও নেই।’
মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রী সচিবালয় সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও পুলিশ
কমিশনারকে আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় রুলস অব বিজনেস ১৯৯৬-এর সংশ্লিষ্ট বিধির বৈধতা চ্যালেঞ্জ করে রিট মামলা করা হবে বলে জানান আইনজীবী।
তিনি বলেন, ‘এই আইনের ২১ ধারায় প্রতি সোমবার কেবিনেট মিটিং করার বিধান রয়েছে। কিন্তু কোন জায়গায় হবে তা
সুনির্দিষ্টভাবে বলা নেই বা প্রধানমন্ত্রীর উপস্থিতির কথাও উল্লেখ নেই।’
তিনি আরো বলেন, ‘প্রতি সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কেবিনেট মিটিং চলাকালে যানজটসহ নানা দুর্ভোগের
শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সাপ্তাহিক এই মিটিংটি প্রধানমন্ত্রীর সচিবালয়, সংসদ সচিবালয়, অথবা অন্য কোনো স্থানে করলে
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন