মন্ত্রী-এমপিদের সমালোচনার অভিযোগে ইমাম গ্রেপ্তার

ভোলার লালমোহনে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক উদ্বোধনের পর ফেসবুকে মন্ত্রী-এমপিদের সমালোচনা করার অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম বিল্লাল হোসেন (৩৫)।
আজ রবিবার জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন থেকে ইমামকে গ্রেপ্তার করা হয়। তিনি তজুমদ্দিন উপজেলার ইন্দ্র নারায়নপুর গ্রামের আবদুল মতলব হাওলাদারের ছেলে এবং ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা জামে মসজিদের ইমাম।
আজই টবগী ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুল আহসান বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করেন। ওই মামলায় বিল্লালকে আসামি করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি অসীম সিকদার বলেন, বিল্লাল হোসেন ফেসবুকে দীর্ঘদিন ধরে সরকারবিরোধী লেখা পোস্ট করে আসছিলেন। এর ধারাবাহিকতায় গত শনিবার তিনি ভোলার দুই এমপির ছবিতে কটূক্তি করেন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, বিল্লাল হোসেন কওমী মাদ্রাসার ছাত্র ছিলেন। তাঁকে বিভিন্ন সময় সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে দেখা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন