মন্ত্রী-সাংসদদের বিরুদ্ধে ১০ অভিযোগ খতিয়ে দেখছে ইসি

মহান বিজয় দিবসের অনুষ্ঠানে কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালাতে নিষেধ করেছিল নির্বাচন কমিশন। তবে এই নিষেধাজ্ঞা মানেননি অনেক মন্ত্রী ও সংসদ সদস্য। তারা বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছেন। এ ধরনের ১০টি অভিযোগ তদন্তে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গণমাধ্যমে আসা এসব অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের ইসিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শুক্রবার ইসির উপসচিব রকিব উদ্দিন মণ্ডল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া, নোয়াখালীর হাতিয়া, বাকেরগঞ্জ, বরগুনা সদর, লক্ষ্মীপুরের রামগতি, রাজশাহীর তাহেরপুর, ময়মনসিংহের নান্দাইল ও শেরপুর সদর পৌরসভায় বিধি লঙ্ঘনের বিষয়ে গণমাধ্যমে সংবাদ আসে।
ইসির উপসচিব আরও জানান, এসব বিধিলঙ্ঘনের অভিযোগ তদন্তের মাধ্যমে সত্যতা ও যথার্থতা যাচাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বিজয় দিবসের অনুষ্ঠানে একজন মন্ত্রী, চার সাংসদ ও পাঁচ প্রার্থী ওইসব এলাকায় ইসির নির্দেশনা উপক্ষো করে ভোটের প্রচার চালিয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়। এছাড়া প্রার্থীদের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মানা করলেও অনেক মানেননি ইসির এই নিষেধাজ্ঞা।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন