মন্দিরে জুতা নিয়ে প্রবেশ করে বিপাকে শাহরুখ-সালমান

বলিউডের দুই তারকাদের তারকা সালমান ও শাহরুখ খান মন্দিরে জুতা নিয়ে প্রবেশ করায় তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠেছে। এই অভিযোগের বিষয়ে দিল্লির পুলিশ কী ব্যবস্থা নিয়েছে জানতে চেয়েছে আদালত।
কয়েকদিন আগেই বলিউডের এই দুই খান ‘বিগ বস’-এর শুটিংয়ের জন্য এক কালি মন্দিরে জুতো পরে ঢুকেছিলেন। এই ঘটনায় হিন্দুধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত লেগেছে, এই অভিযোগে ফৌজদারি মামলা রুজু করেন গৌরব গুলাতি নামে এক আইনজীবী। তিনি এপিসোডটির সিডিও কোর্টে দাখিল করেন।
এ ব্যাপারে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে তা জানানোর জন্য রূপনগর থানার স্টেশন হাউজ অফিসারকে নির্দেশ দিয়েছেন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ভি কে গৌতম। শুনানির সময় অভিযোগকারীর আইনজীবী জানায়, ওই দুই সুপারস্টারের আচরণ সাধারণ মানুষের আবেগে আঘাত করেছে।
গুলাতির আইনজীবী সিক্রম সিংহ সাইনি এ প্রসঙ্গে বলেছেন, দেশে যখন অসহিষ্ণুতার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে, শাহরুখ-সালমান নিজেরাও এই ইস্যুতে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন, সেইসময়ই হিন্দু মন্দিরে জুতো পরে এবং দেবী কালির দিকে পিছন ফিরে শুটিংয়ের ঘটনাটি অন্য ধর্মের মানুষের আবেগে যথেষ্ট আঘাত করে। তাঁর মতে সম্ভবত ইচ্ছাকৃতই এই ঘটনা ঘটিয়েছেন সালমান-শাহরুখ। তিনি বলেন, এই দুই অভিনেতা দেশের পরবর্তী প্রজন্মের কাছে আদর্শ। কিন্তু তাঁদের এই আচরণ সমর্থনযোগ্য নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন