মন্দিরে জুতা নিয়ে প্রবেশ করে বিপাকে শাহরুখ-সালমান

বলিউডের দুই তারকাদের তারকা সালমান ও শাহরুখ খান মন্দিরে জুতা নিয়ে প্রবেশ করায় তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠেছে। এই অভিযোগের বিষয়ে দিল্লির পুলিশ কী ব্যবস্থা নিয়েছে জানতে চেয়েছে আদালত।
কয়েকদিন আগেই বলিউডের এই দুই খান ‘বিগ বস’-এর শুটিংয়ের জন্য এক কালি মন্দিরে জুতো পরে ঢুকেছিলেন। এই ঘটনায় হিন্দুধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত লেগেছে, এই অভিযোগে ফৌজদারি মামলা রুজু করেন গৌরব গুলাতি নামে এক আইনজীবী। তিনি এপিসোডটির সিডিও কোর্টে দাখিল করেন।
এ ব্যাপারে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে তা জানানোর জন্য রূপনগর থানার স্টেশন হাউজ অফিসারকে নির্দেশ দিয়েছেন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ভি কে গৌতম। শুনানির সময় অভিযোগকারীর আইনজীবী জানায়, ওই দুই সুপারস্টারের আচরণ সাধারণ মানুষের আবেগে আঘাত করেছে।
গুলাতির আইনজীবী সিক্রম সিংহ সাইনি এ প্রসঙ্গে বলেছেন, দেশে যখন অসহিষ্ণুতার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে, শাহরুখ-সালমান নিজেরাও এই ইস্যুতে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন, সেইসময়ই হিন্দু মন্দিরে জুতো পরে এবং দেবী কালির দিকে পিছন ফিরে শুটিংয়ের ঘটনাটি অন্য ধর্মের মানুষের আবেগে যথেষ্ট আঘাত করে। তাঁর মতে সম্ভবত ইচ্ছাকৃতই এই ঘটনা ঘটিয়েছেন সালমান-শাহরুখ। তিনি বলেন, এই দুই অভিনেতা দেশের পরবর্তী প্রজন্মের কাছে আদর্শ। কিন্তু তাঁদের এই আচরণ সমর্থনযোগ্য নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন