মন্দির ট্র্যাজেডি: হতাহতদের অনুদানের ঘোষণা নরেন্দ্র মোদির
ভারতের কেরালার পুতিনগাল মন্দিরে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারকে ২ লাখ রূপি করে ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি আহতদের পরিবারকেও ৫০ হাজার রূপি করে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দেন তিনি।
মন্দির পরিদর্শনের পর হাসপাতালে আহতদের দেখতে যান তিনি। এ সময় তার সাথে ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী ওম্মেন চাণ্ডী। মন্দির কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বক্তব্য সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এদিকে অগ্নিকাণ্ডের পর এখনও চলছে উদ্ধার তৎপরতা। একটি বিমান, দুটি হেলিকপ্টার ও নৌবাহিনীর তিনটি জাহাজ এই উদ্ধার কাজে যোগ দিয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব নবরাত্রি উদযাপনকালে আতশবাজি ফাটানো হচ্ছিল। একপর্যায়ে এর স্ফূলিঙ্গ মন্দিরে রাখা আতশবাজির স্তূপের ওপর পড়ে। এতে মুহূর্তেই বিকট বিস্ফোরণ হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে পুরো মন্দিরে। এ সময় দগ্ধ হয়ে মারা যান অনেকে। অনেকে নিহত হন পদদলিত হয়ে। আহত হন সাড়ে ৩০০ মানুষ। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার ভোরের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের পর সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় রাজ্যের ফায়ার সার্ভিস কর্মীরা।
স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, উৎসব চলাকালে মন্দিরটিতে প্রায় ১০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। এ ভয়াবহ অগ্নিকাণ্ডে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত সিং, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। স্থানীয় পুলিশ বলছে, মন্দিরে আতশবাজি ফাটানোর অনুমতি দেওয়া হয়নি কর্তৃপক্ষকে। তারপরও তা ফাটানো হয়েছে। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষের নামে একটি মামলাও দায়ের করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন