‘মন ভাঙা’ তাসকিনের মন নেই খেলায়
শনিবার দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই। কলকাতার ইডেন গার্ডেনস মাঠে তখন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। এবারের টি২০ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের শেষ ম্যাচ এটি। আর সবার মতো তরুণ পেসার তাসকিন আহমেদেরও নামার কথা ছিল সেই লড়াইয়ে। কিন্তু বিধাতার ইচ্ছে ছিল হয়তো অন্যরকম। তাই তো ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে মাঝপথেই শেষ হয়ে গিয়েছিল তাসকিনের বিশ্বকাপ।
ভাঙা হৃদয় নিতে গত শুক্রবার দেশে ফিরত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা বোলারটিকে। ঘটনার আকস্মিকতায় তাসকিনের মন এতটাই ভেঙেছে যে খেলার প্রতি আগ্রহই যেন হারিয়ে ফেলেছেন তিনি। তা না হলে যেই ক্রিকেটের জন্য তিনি আজ তারকা, যে জার্সি (বাংলাদেশের) গায়ে চাপিয়ে মাঠে আলো ছড়ানোই তার ধ্যান-জ্ঞান; সেই ক্রিকেট নিয়ে কিংবা সেই জার্সির টানে খেলা দেখায় শনিবার বিন্দুমাত্র আগ্রহী দেখা গেল না তাসকিনকে। এমনকি বাংলাদেশ ম্যাচ খেলছে বলে অন্তত টেলিভিশন সেটের সামনে বসবেন, তেমনটাও করতে দেখা গেল না তাকে। ভাঙা মন নিয়ে তাসকিন যেন হারিয়েই ফেলেছেন খেলার প্রতি আগ্রহ।
ঢাকার মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে বাবা-মার সঙ্গে বসবাস তাসকিনের। শনিবার বাংলাদেশের ম্যাচ যখন চলছে তখন তার সঙ্গে দেখা করতে আসা ক্ষুদে ভক্তদের আবদার রক্ষা করতেই বেশি আগ্রহী দেখা গেল তাকে। ভক্তদের সঙ্গে তুললেন সেলফিও। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র গালিব বিন তৌহিদ। তাসকিনের একনিষ্ঠ ভক্ত সে। শনিবার সেই গালিবের সঙ্গে বাড়ির সামনে সেলফি তুলতে দেখা গেল তাসকিনকে। ক্যামেরাবন্দীও হলেন।
আগে কখনো কি তাসকিনকে এতটা খেলা বিমুখ দেখেছেন কেউ? এই বিষয়ে তাসকিনের বাবা আব্দুর রশিদ বলেন, ‘অপ্রত্যাশিতভাবে নিষিদ্ধ হওয়ার পর থেকেই আপসেট হয়ে রয়েছে তাসকিন। খেলার প্রতিও মন নেই তার। টেলিভিশনে কোনো খেলাধূলাও দেখছে না।’
তবে এতে করে তাসকিন ভক্তদের কিন্তু মন খারাপ করার কিছু নেই। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে খুব দ্রুতই ফিরে আসার বিষয়ে দৃঢ় আত্মবিশ্বাসী তাসকিন। শুক্রবার দেশে ফিরে মিডিয়াকর্মীদের তিনি বলেছিলেন, ‘ইনশাল্লাহ, বোলিং অ্যাকশন শুধরে খুব দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসবই। আপাতত এটাই আমার একমাত্র লক্ষ্য।’
প্রসঙ্গত, ভারতে চলমান টি২০ বিশ্বকাপের মাঝপথে বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হওয়ায় তাসকিন আহমেদকে আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে অ্যাকশন শুধরে ফের ক্রিকেটের বিশ্ব মঞ্চে ফেরার সুযোগ উন্মুক্তই রয়েছে তাসকিনের জন্য।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন