মমতার নির্দেশে পশ্চিমবঙ্গে একদিনের গ্রেপ্তার ১০ হাজার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে একদিনের অভিযানে ১০ হাজারের বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এ গ্রেপ্তারি অভিযান চালানো হয়। খোঁজ নিয়ে জানা যায়, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ বিভিন্ন জেলায় এ অভিযান চালানো হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান অব্যাহত থাকবে।
পশ্চিমবঙ্গের এডিজি (আইনশৃঙ্খলা) অনুজ শর্মা জানিয়েছেন, এ ধরনের অভিযান এখন থেকে লাগাতার চলবে। রাজ্যের বিভিন্ন পুলিশ কমিশনারেট ও জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান চালাবে। অনুজ শর্মা জানান, গত রোববার রাতভর গোটা রাজ্যে এ ধরনের অভিযানে ১০ হাজারের বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ট্রাফিক আইন অমান্য এবং হেলমেট না পরার কারণে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১১ হাজার জনকে।
তিনি জানান, এক হাজার ৯০০টি বে আইনি গাড়ি জব্দ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৮৫টি আগ্নেয়াস্ত্র, ২০১টি গুলি, ৭৮১টি তাজা বোমা ও ৬৯ কিলোগ্রাম বোমার মসলা। পাশাপাশি দুই হাজার ৬০০ লিটার দেশি মদ, ১১৪ কিলোগ্রাম গাঁজা, ২০ কেজি হেরোইন ও ৬৫ কেজি অবৈধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান তিনি। রাজ্যের নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকায় অপরিচিতদের গতিবিধিসহ সন্দেহভাজনদের বিরুদ্ধে চটজলদি ব্যবস্থা নেয়ারও নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরই মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাংলাদেশি কিংবা অপরিচিত কেউ এসে কারো বাড়িতে থাকলে তা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে পুলিশ নির্দেশ জারি করেছে। এমনকি পাসপোর্টধারী বিদেশিদের ক্ষেত্রেও পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া রাজ্যের কোথাও কেউ বাড়ি ভাড়া নিতে গেলে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের ছবিসহ জীবনপঞ্জি পুলিশের কাছে জমা রাখা বাধ্যতামূলক। যদি কেউ এই বিধি লঙ্ঘন করে, তবে তার বিরুদ্ধে আইনত কড়া ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন