মমতা-জয়ার সঙ্গে কাজলের সেলফি..!

বলিউড তারকারা তো কত-শত সেলফিই প্রতিদিন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন। স্থান, কাল, পাত্রভেদে তোলা এসব ছবি নিয়ে ভক্তরাও বেশ মেতে থাকেন।
তারই ধারাবাহিকতায় এবার নিজের একটি সেলফি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে প্রকাশ করলেন কাজল। তবে সে ছবিতে কিন্তু একা ছিলেন না তিনি।
নিজের সঙ্গে ভারতের পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী জয়া বচ্চনকে বেঁধেছেন একই ফ্রেমে।
টুইটারে শেয়ার করা ছবিটিতে তিনজনকেই বেশ হাসিখুশি দেখা যায়। ছবিটিতে কাজল লেখেন, ‘একটু ঝাপসা, কিন্তু বেশ একটি নারী-দল।’
গতকাল শুক্রবার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের ২২তম আয়োজনে উপস্থিত ছিলেন কাজল ও জয়া। সেখানে তাঁদের সঙ্গে দেখা হয় মমতার। চলচ্চিত্র উৎসবে এসে এই তিনজনই আড্ডা আর হাসি-ঠাট্টায় ছিলেন বেশ মত্ত।
তবে শুধু সেলফি তুলেই ক্ষান্ত হননি কাজল, মমতার সামনে বাংলায় বক্তৃতা দেওয়ার চেষ্টাও করেন তিনি। এ সময় তাঁর আনাড়ি বাংলা উচ্চারণ বেশ উপভোগ করেন কলকাতার দর্শকরা।
বাংলাটা যে একটু কম জানেন, তা অবশ্য সবার সামনেই স্বীকার করে নেন কাজল। আর জয়াকে বলেন পরে তাঁর কাছ থেকে বাংলাটা শিখে নেবেন।
প্রায় প্রতিবছরই মুম্বাইতে দুর্গাপূজায় কাজল ও জয়াকে একসঙ্গে দেখা যায়। কিন্তু মমতার সঙ্গে তাঁদের ছবি এই প্রথম।
এবারের উৎসবে আরো যোগ দিয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সঞ্জয় দত্ত আর পরিণীতি চোপড়ার মতো বলিউডকাঁপানো তারকারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন