মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মমতা নীরব, শেষ রক্ষা হল না বরকতির। নয়া গোলমালের আশঙ্কা টিপু সুলতান মসজিদ ঘিরে

শেষ রক্ষা হল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনায় নীরব রইলেন। বরখাস্তের চিঠি পেয়ে কার্যত ইমামের পদই খোয়াতে হল নুর-উর রহমান বরকতিকে।

অনেক তোপ দেগেছেন। কখনও রাজনৈতিক দলের বিরুদ্ধে, কখনও রাজনৈতিক নেতার বিরুদ্ধে, কখনও বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও। শেষে তাঁকে ইমাম হিসেবে নিয়োগ করা ওয়াকফ এস্টেটের বিরুদ্ধেও তিনি অনেক কথাই বলেছেন। কিন্তু শেষ রক্ষা হল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনায় নীরব রইলেন। বরখাস্তের চিঠি পেয়ে কার্যত ইমামের পদই খোয়াতে হল নুর-উর রহমান বরকতিকে।

গত ১৪ মে এবেলা ওয়েবাসাইটই প্রথম জানায় যে ইমাম বরকতিকে বরখাস্ত করতে চলেছে মসজিদ কর্তৃপক্ষ। সেই খবর সত্যি প্রমাণিত হল এ দিন। কলকাতার টিপু সুলতান মসজিদ পরিচালনা করে প্রিন্স গোলাম মহম্মদ ওয়াকফ এস্টেট। ১৯৮৯ সালে এই মসজিদের ইমাম হিসেবে বরকতিকে নিযুক্ত করে এস্টেট। এস্টেটের মোতায়াল্লি তথা ম্যানেজার আনোয়ার আলি শাহ আগেই জানিয়েছিলেন, অতীতে দু’দুবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি জবাব দেননি। এ দিন সেই কথা উল্লেখ করেই বরখাস্তের চিঠি পাঠানো হয়েছে ইমাম বরকতিকে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জানিয়ে বলা হয়েছে, অবিলম্বে তিনি যেন মসজিদে তাঁকে দেওয়া ঘর খালি করে দেন। তাঁর প্রাপ্য বেতন ও প্রভিডেন্ট ফান্ডের কাগজ সংগ্রহ করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

গাড়ি থেকে লাল বাতি খোলা নিয়ে সম্প্রতি বিতর্কে জড়ান নুর-উর রহমান বরকতি। নির্দেশ মানার বিরোধিতা করতে গিয়ে গত ১১ মে তিনি বলেন, ‘কেন বানানো হবে হিন্দু রাষ্ট্র? কেন এটা মুসলিম রাষ্ট্র হবে না? ২৫-৩০ কোটি মুসলমান আছে। কেন পাকিস্তান দেওয়া হবে না? আমাদের পাকিস্তান দেওয়া হোক। আমরা পাকিস্তানের জন্য লড়ব।’

একই সঙ্গে তিনি বলেছিলেন, ‘যদি এটাকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা হয়, বলা হয় আজান সহ আরও অন্য অনেক কিছু বন্ধ হোক, তাহলে আমরা ছাড়ব না কাউকে। ছাড়া হবে না মোদিকেও। শুরু হবে জেহাদ। খালাস করে দেওয়া হবে। জেহাদ তো আমরা করছিই।’
এর পরেই দেশ বিরোধী বক্তব্য পেশের জন্য তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় টিপু সুলতান মসজিদ কর্তৃপক্ষ। এই কথা জানার পরে বরকতি বলেছিলেন, ‘আমাকে বরখাস্ত করার অধিকারই নেই মোতায়াল্লির। ওঁর কাজ ম্যানেজার হিসেবে মসজিদে ঝাড়ু কিনতে হবে কি না, ইলেক্ট্রিক বিল জমা দেওয়া হয়েছি কি না এ সব দেখা।’ যদিও এ দিন সেই মোতায়াল্লি আনোয়ার আলি শাহর নির্দেশে বরখাস্তের চিঠিটি পাঠান ট্রাস্টির সদস্য আরিফ আহমেদ।

প্রথম থেকেই এই বিতর্কে বরকতি বলে এসেছেন, ট্রাস্টি কিছু করতে পারবে না। যা করার রাজ্য সরকার করবে। কিন্তু উল্লেখযোগ্য ভাবে এই বিতর্কে এখনও পর্যন্ত কোনও মন্তব্যই করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ নুর-উর রহমান বরকতি বারবার তৃণমূলনেত্রী সহায় হবেন বলে মনে করেছিলেন। সরাসরি না বললেও এমন ইঙ্গিত তিনি বারবার দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত নীরবই থাকলেন মমতা। তাঁর দূত হয়ে কখনও মন্ত্রী ফিরহাদ হাকিম, কখনও মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি বরকতির কাছে গেলেও মমতা কোনও কথাই বলেননি।

এ দিকে বরখাস্তের চিঠি হাতে পাওয়ার পরেও হাল ছাড়তে রাজি নন নুর-উর রহমান বরকতি। এ দিন তাঁকে ফোন করলে তাঁর এক অনুগামী বলেন, ‘তিনি কোথাও যাবেন না। তিনি এখন মসজিদে নমাজ পড়াচ্ছেন।’ টিপু সুলতান মসজিদে এ দিন বরকতির অনুগামীরা স্লোগানও দিতে থাকেন। মসজিদ পরিচালকদের আশঙ্কা, নতুন করে গোলমালও হতে পারে। অতীতেও বরকতির বিরুদ্ধে মসজিদে গোলমাল পাকানোর অভিযোগ ওঠে। এক ট্রাস্টির উপরে শারীরিক আক্রমণের কথাও বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবারই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের স্ত্রী ফারহা খান বেনিয়াপুকুর থানায় বরকতি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন। একটি পত্রিকা অফিসে আগুন দেওয়ার হুমকিতে এফআইআর দায়েরও হয়েছে। তদন্ত করছে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ