মরগ্যানের সেঞ্চুরিতে এগিয়ে গেল ইংল্যান্ড
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডেতে ৪৫ রানে হারিয়েছে সফরকারী ইংল্যান্ড। এ জয়ে তিন ম্যাচের সিরিজে সফরকারীরা ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
শুক্রবার অ্যান্টিগায় টস হেরে অধিনায়ক ইয়ন মরগ্যানের ১০৭ রানে ভর করে ইংল্যান্ড করে ৬ উইকেটে ২৯৬। দলের পক্ষে তিনি ছাড়া স্যাম বিলিংস ৫২ ও বেন স্টোকস ৫৫ রান করেন।
অধিনায়ক হিসেবে মরগ্যানের এটি পঞ্চম সেঞ্চুরি, যা ইংল্যান্ড অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি। অ্যান্ড্র স্ট্রাউস ও অ্যালিস্টার কুককে টপকে গেলেন মরগ্যান।
কুক ও স্ট্রাউস ইংল্যান্ড ওয়ানডে অধিনায়ক হিসেবে চারটি করে সেঞ্চুরি করেছেন।
দুটি করে উইকেট নেন ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল এবং স্পিনার অ্যাশলে নার্স।
২৯৭ রানের জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ ১৬ বল হাতে রেখে ২৫১ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন জেসন মোহাম্মদ। এছাড়া জনাথন কার্টার করেন ৫২ রান। তবে তা দলের জয়ের জন্য যথেষ্ট কাজে দেয়নি।
ইংল্যান্ডের পক্ষে লিয়াম প্লাংকেট ৪০ রানে এবং ক্রিস ওকস ৪৭ রানে ৪টি করে উইকেট নিয়ে স্বাগতিকদের ধসিয়ে দেন। অনবদ্য সেঞ্চুরির জন্য ম্যাচসেরা হয়েছেন মরগান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন