মরগ্যান বাদ, মুস্তাফিজকে রেখে দিল সানরাইজার্স হায়দরাবাদ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর দশম আসর উপলক্ষে ক্রিকেটার বাছাইয়ের প্রক্রিয়া চালাচ্ছে দলগুলো। ক্রিকেটার ছাঁটাইয়ের সময়সীমা শেষে গত আইপিলে অভিষিক্ত ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে রেখে দিয়েছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।
যদিও ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগ্যান বাদ পড়েছেন দলটি থেকে। এ ছাড়া কলকাতা রেখে দিয়েছে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে।
আইপিএলে অভিষেকেই চমক দেখান বাংলাদেশের তরুণ পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিং আর কাটারের ভেলকিতে জয় করে নেন সবার হৃদয়। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হন তিনি। গড় ছিল ২৪.৭৬। আর সেরা বোলিং ফিগার ১৬ রানে ৩ উইকেট। এ ছাড়া ফেভারিট না হয়েও তার দল হায়দরাবাদ শিরোপা জিতে নেয়। দেশ-বিদেশের অসংখ্য দর্শকের ভালোবাসার পাশাপাশি ‘দ্য ফিজ’, ‘ম্যাজিক্যাল মুস্তাফিজ’ সহ বিভিন্ন উপাধি পান তিনি। এমন এক প্রতিভাকে যে সানরাইজার্স ছেড়ে দেবে না সেটা আগেই বোঝা গিয়েছিল।
দলটি থেকে মরগ্যান ছাড়াও বাদ পড়েছেন আশীষ রেড্ডি ও টি সুমন। তবে আইপিএল মাতানো কাটার মাস্টারকে রেখে দিতে ভুল করেনি সানরাইজার্স। আগামী এপ্রিলে বসতে যাচ্ছে আগামী আইপিএল। মিলিয়ন ডলারের এই টুর্নামেন্টের দশম আসর হতে যাচ্ছে এটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন