মরা গরুর মাংস বিক্রি, দুই কসাই আটক
রাজশাহীর বাঘা উপজেলায় মরা গরু জবাই করে মাংস বিক্রি করার অভিযোগে দুই কসাইকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে বাঘা বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা দুজন হলেন- উপজেলার গাওপাড়া গ্রামের আমির কসাইয়ের ছেলে রতন আলী ও রেজাউল হকের ছেলে সারোয়ার হোসেন।
তবে রতন ও সরোয়ার জানান, তারা মান্নান নামের এক কসাইয়ের কাছ থেকে ৩৫০ টাকা দরে মাংস কিনে বাঘায় ৪২০ টাকা করে বিক্রি করছিলেন। তবে গরু মরা-কি না সেটা তাদের জানা ছিল না।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, রতন আলী ও সারোয়ার হোসেন একটি মরা গরু জবাই করে বাজারে মাংস বিক্রি করছিলেন। এসময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাশাপাশি মাংস ও মাংস বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়। আটক দুজনকে থানা হাজাতে রাখা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে শাস্তি দেয়া হবে।
তবে ঘটনার মূল হোতা মান্নান কসাই পলাতক রয়েছে বলে জানান ওসি মাহমুদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন