মরা মুরগি জবাই করে বিক্রি!
কেশবপুরের এক পোল্ট্রি ফার্মের মালিক হিট স্ট্রোকে আক্রান্ত ও মৃত্যু প্রায় ৩০০ মুরগি জবাই করে এলাকাবাসীর কাছে কাছে বিক্রির ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
এলাকা সুত্রে জানা গেছে উপজেলার দেউলী গ্রামের ওহাব মোল্যা দেড় মাস আগে তার দুটি পোল্ট্রি ফার্মে ৬৫০ পিচ ব্রয়লার জাতের মুরগি পালন করতে থাকে। মুরগিগুলো দেড় থেকে প্রায় ২ কেজি ওজন হয়। গত ১২ এপ্রিল তার একটি খামারের ৩ শতাধিক মুরগি প্রচন্ড গরমে আক্রান্ত হয়ে অধিকাংশ মারা যায় চিকিৎসার আগেই।
এ সময় ফার্মের মালিক ৭৫ পিচ মরা মুরগী দু’টি বস্তায় ভরে পুতে ফেলার জন্যে রেখে দেয়। অবশিষ্ট মুরগি পর্যায়ক্রমে জবাই করার সময় ওই ৭৫ পিচ মরা মুরগিও জবাই করে বিক্রি করে দেন। দেড় থেকে দুই কেজি ওজনের প্রতিটা মুরগি ফার্মের মালিকের দু‘ছেলে তৌহিদুল ইসলাম ও আব্দুল গফুর মাত্র ১০০ টাকা হরে বিক্রি করেন।
এ খবর শুনে এলাকাবাসী সস্তায় মুরগি পেতে ওইসব মুরগী পেয়ে বৈশাখী বাংলা নববর্ষের খাওয়ার চাহিদা মেটায়।
এ ঘটনায় দেউলি গ্রামের আনছার দফাদারের স্ত্রী সোনাবান বিবি সাংবাদিকদের জানান, ফার্মের থেকে দুই পিচ জবাই করা মুরগি কিনে বাড়ি নিয়ে গেলে দেখা যায় এর একটি জবাইবিহীন মরা মুরগি। তখন তিনি ঘটনাটি ফাঁস করে দেন। এ কথা জানতে পেরে অনেকের পেটের পীড়া শুরু হয়।
মরা মুরগি বিক্রেতার শাস্তির দাবি জানিয়ে রাজু আহমেদ ১৮ এপ্রিল কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন বলে তিনি জানান ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
খুলনার ফুলতলা উপজেলার দুটি ভোট কেন্দ্রের তিনটি বুথে ব্যালট বইবিস্তারিত পড়ুন
৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত
ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুনবিস্তারিত পড়ুন
খুলনায় ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা
খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ও ছাত্রদলকর্মী আবদুল্লাহবিস্তারিত পড়ুন