মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ফুটবলের শোকগাথা
ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব শ্যাপকোয়েন্সের খেলোয়াড়রা মর্মান্তিক বিমান দুর্ঘটনার কবলে৷মঙ্গলবার সকাল থেকেই এই খবর শিরোনামে৷আসছে প্রতি মুহূর্তের আপডেটও৷কলম্বিয়ার মেডেলিন শহরের পর্বতমালায় এসে আছড়ে পড়ে বিমানটি৷ শ্যাপকোয়েন্সের ফুটবলার-সহ ৮১ জন ছিলেন বিমানে৷শেষ পাওয়া খবর অনুযায়ী, পাঁচজনকে উদ্ধার করা গিয়েছে৷বাকিরা মৃত বলেই অনুমান৷কলম্বিয়ার এই ট্র্যাজিক ঘটনাই মনে করিয়ে দিচ্ছে ‘মিউনিখ এয়ার ডিসাস্টার’-এর মতো বেশ কিছু ঘটনার কথা৷
১৯৫৮-র মিউনিখ এয়ার ডিসাস্টারের স্মৃতি ফুটবলপ্রেমীদের মনে আজও টাটকা৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দল ‘দ্য বাসবি বেবস’ খেলতে গিয়েছিল মিউনিখে৷ টেক অফের সময় রানওয়েতেই ভেঙে পড়ে সেই বিমান৷২৩ জন প্রাণ হারিয়েছিলেন৷১৯৫৭-৫৮-র ম্যান ইউ-র স্কোয়াডের আট জন ফুটবলারও মারা যান৷বেলগ্রেড, যুগোস্লোভিয়া, ও রেড স্টার বেলগ্রেডদের বিরুদ্ধে খেলে ফুটবলাররা দেশে ফিরছিলেন৷বিমানটা মিউনিখে থেমেছিল জালানি ভরার জন্য৷আর তখনই শেষ হয়ে যায় তরতাজা প্রাণগুলি৷
১৯৯৩-র ২৮ এপ্রিল জাম্বিয়ান জাতীয় দলের ফুটবলাররা ডাকার থেকে সেনেগাল উড়ে যাচ্ছিলেন বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলতে৷১৮ জন খেলোয়াড় ও পাঁচজন অফিসিয়াল ছিলেন বিমানে৷গাবোনের তীরে এসে বিমানটি ভেঙে পড়ে৷ ঘটনার তদন্তে জানা গিয়েছিল যে, ক্লান্ত বিমানচালক ভুলবশত অন্য ইঞ্জিন চালিয়ে দিয়েছিলেন৷যার ফলে বিমানে আগুন ধরে যায়৷
ইতালির ফুটবল ক্লাব তোরিনোর সঙ্গেও রয়েছে ট্র্যাজিক স্মৃতি৷পর্তুগালের রাজধানী লিসবনে তোরিনো গিয়েছিল বেনফিকার বিরুদ্ধে খেলতে৷দৃশ্যমান্যতার অভাবে বিমানটি একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে৷১৯৪৯-এর চৌঠা মে’র এই ঘটনা আজও মনে রয়েছে অনেকেরই৷এই বিমানে অনেক ফুটবলার ছিলেন যারা ইতালির জাতীয় দলে ডাক পেয়ে গিয়েছিলেন৷
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন