মশালাদার নয় রিয়েল স্টোরিতে খেল জমাবেন খিলাড়ি
এধরনের ছবি বক্স-অফিসে তেমন সাড়া ফেলে না। কিন্তু ‘এয়ারলিফ্টের’ লক্ষ্মীভাড়ে এখনও পর্যন্ত এসেছে ৭২ কোটি টাকা। বুদ্ধিজীবী থেকে আমচি সিনে-প্রেমী সব তরফ থেকে বেশ ভালো রকম সাড়া পেয়েছে অক্ষয়। আর তাতেই উচ্ছ্বসিত খিলাড়ি জানালেন, “ এবার থেকে এই ধরনের ছবিতেই বেশি বেশি করে কাজ করব’।
কুয়েতের বিরুদ্ধে ইরাকের দীর্ঘদিনের অভিযোগ, কুয়েত নাকি ইরাকের তেল চুরি করে বিদেশের বাজারে বিক্রি করছে। তাই ১৯৯০ আগস্ট-এ, কুয়েতে হামলা চালায় ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের সেনা। ইরাকি সেনার অতর্কিত হামলায় একেবারে তাসের ঘরের মত ভেঙে পড়ে কুয়েত। এই সময় যুদ্ধ বিধ্বস্ত কুয়েতে আটকে পড়েন প্রায় ১,৭০,০০০ ভারতীয়। এই দেড় লক্ষাধিক ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে আনার কাহিনি ‘এয়ারলিফ্ট’।
বাস্তব জীবনের কাহিনী ভিত্তিক এই ছবিটি মানুষের মনে দাগ কেটেছে। অক্ষয়ের কথায়, “সাফল্যই তো সিনেমাটির হয়ে কথা বলছে”। নায়ক আরও বলেন, “বক্স অফিসে সংখ্যার বিচারে কিন্তু এ ধরনের সিনেমার খুব একটা সম্ভাবনা থাকে না। কিন্তু ‘এয়ারলিফট’-এর সাফল্য দেখে আমার মনে হয়েছে, এ ধরনের সিনেমা আরও করা দরকার। মানুষের বাস্তব জীবনকেও এভাবে পর্দায় তুলে ধরা যায়। আমি আশাবাদী, এই সাফল্যের পর প্রযোজক, পরিচালক ও অভিনেতারা এ ধরনের সিনেমা করতে চাইবেন”।
তবে এছবিতে অভিনয় করে শুধু সুনাম নয়, অক্ষয়ের ঘরে এসেছে লক্ষ্মীও। তিনি জানান, “প্রথম থেকেই এই সিনেমার সাফল্যের ব্যাপারে আশাবাদী ছিলাম। সেজন্যই মন দিয়ে অভিনয়ের পাশাপাশি সিনেমায় টাকাও ঢেলেছিলাম। তবে এতটা আশা করিনি”। অক্ষয়ের কথায়, বাস্তব কাহিনিই এই ছবির ইউ পি এস।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন