মসজিদের মাইক দিয়ে ছাত্রীদের স্কুলে যেতে নিষেধাজ্ঞা
শ্রীনগরে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় দু-গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার পর পাচটি গ্রামের মসজিদের মাইক থেকে ঘোষনা দিয়ে সকল ছাত্রীদেরকে স্কুলে যেতে নিষেধ করা হয়েছে। আজ মঙ্গলবার রুসদী উচ্চ বিদ্যালয়ে ঘুরে দেখা গেছে হাতে গনা কয়েকজন ছাত্রী ছাড়া স্কুলটি ছাত্রী শূণ্য রয়েছে।
উল্লেখ্য – উপজেলার রুসদী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় সোমবার দুপুরে তার ভাই বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীনগর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা সাহিদুর রহমান জানান, গত ২১ শে ফেব্রুয়ারী সকাল দশটার দিকে ওই ছাত্রী রুসদী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান শেষে তাদের বাড়ীতে ফেরার পথে বিবন্দী-তন্তর রাস্তার বাগবাড়ী এলাকায় পৌছলে কিছু যুবক কয়েকজান মেয়েকে শ্লীলতাহানীর ঘটনা ঘটিয়েছে এ রকম একটি অভিযোগ পয়েছি।
তিনি আরো জানান, এ ব্যাপারে বিচার সালিশ করে সমঝোতা করা কথা ছিল। কিন্তু সমঝোতা না করে দু-পক্ষ সংঘর্ষে জরিয়ে পরে। এ বিষয় নিয়ে তদন্ত চলছে।
এদিকে ছাত্রীর অভিবাবকরা বখাটেদের গ্রামে গিয়ে গন্যমান্যদের কাছে বিচার দাবী করে। ওই দিন সন্ধ্যায় সালিশ মিমাংসায় বসলে বাগবাড়ী গ্রামের আশরাফ হাওলাদার বখাটেদের পক্ষ নেন। তিনি কটাক্ক করে বলেন রাস্তা দিয়ে যে সমস্ত ছাত্রীরা চলাচল করবে তাদেরকে ছেলেদের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেন। এতে দু-গ্রুপের মধ্য উত্তেজনা দেখা দেয় এবং সালিশ বৈঠকটি ভেঙ্গে যায়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় ও সংঘর্ষ বেঁধে যায়। সংঘষে অন্তত ৮ জন আহত হয়।
এর পরপরই রাত দশটার দিকে ওই এলাকার পাচলদিয়া, বনগাও, বিবন্দী, টুনিয়া মান্দ্র গ্রামের মসজিদের মাইক থেকে ঘোষনা দিয়ে ওই সব এলাকার ছাত্রীদেরকে রুসদী উচ্চ বিদ্যালয়ে যেতে নিষেধ করা হয়।
রুসদী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র বাবু জানান, এই ঘটনাটা স্কুলের বাহিরে ঘটেছে। স্কুলের ভিতরে ঘটেনি। কিন্তু আজ আমি শুনতে পেয়েছি স্কুলে হাতে ঘনা কয়েকজন ছাড়া বিদ্যালয়ে ছাত্রী উপস্থিতি ছিল কম। তিনি জানান, স্কুলে সকল শিক্ষক-শিক্ষিকা মিলে অভিবাবকদের কাছে গিয়ে ছাত্রীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন