মসজিদ তালা বদ্ধ নামাজ আদায় করতে পারছেন না মুসল্লিরা
খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা। নজরুলের কবিতাটি সত্যি রূপ পেল জেলার ডামুড্যা উপজেলার গঙ্গেশকাঠি গ্রামে জান্নাতুন নূর জামে মসজিদের তহবিলের হিসাব চাওয়ায় দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার জেরে দুই মাস যাবৎ মসজিদটি তালা বদ্ধ অবস্থায় রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষ আদালতে পাল্টা পাল্টি মামলা দায়ের করেছে। এক পক্ষের আসামী সুরুজ তালুকদার (২৫) কে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
সরেজমিনে গিয়ে জানা যায়, শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের গঙ্গেশকাঠি গ্রামে জান্নাতুন নূর জামে মসজিদে কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম শাহবুদ্দিন তালুকদার, বর্তমান সভাপতি জলিল তালুকদার, সহ-সভাপতি মোহাম্মদ আলী তালুকদার কোষাদক্ষ জয়নাল তালুকদার প্রতিদিনের ন্যায় মসজিদে নামাজ আদায় করতে আসেন। নামাজ শেষে সাবেক সভাপতি একেএম শাহবুদ্দিন তালুকদার ও সহ সভাপতি মোহাম্মদ আলী তালুকদার মসজিদের তহবিলের হিসাব চাইলে বর্তমান সভাপতি জলিল তালুকদার ও কোষাদক্ষ জয়নাল তালুকদার এর সাথে কথা কাটাকাটি হয়।
কথা কাটা কাটির এক পর্যায়ে তাদের সাথে সংঘর্ষ বাঁধে এতে ৬ জন আহত হয়। আহতদেরকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জের হিসেবে বর্তমান সভাপতি জলিল তালুকদার, কোষাদক্ষ জয়নাল তালুকদার, মোতালেব তালুকদার, আঃ কাদের তালুকদার, শরীফ তালুকদার, দুলাল তালুকদার ও রহমান তালুকদার মসজিদটিকে তালা বদ্ধ করে রাখেন। যার প্রেক্ষিতে ধর্ম প্রান মুসল্লিদের নামাজ আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম শাহবুদ্দিন তালুকদার বলেন, আমরা বর্তমান চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের দল করিনি তাই আমাদের বিভিন্ন মামলা করে আমাদের হয়রানি করছে । তারা গ্রামের প্রভাবশালী হওয়ায় গত দুই মাস যাবৎ মসজিদটিকে তাল বদ্ধ করে রেখেছে। আমরা নামাজ আদায় করতে পারছিনা। বর্তমান সহ সভাপতি মোহাম্মদ আলী তালুকদার বলেন, মসজিদের বর্তমান সভাপতি ও কোষাধ্যক্ষ ক্ষমতার জোর দেখিয়ে মসজিদটিকে তালা বদ্ধ করে রেখেছে এবং আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আবার প্রাণ নাশের হুমকিও দিচ্ছে।
স্থানীয় মুনসুর বলেন, আমার মা মারা যান। আমি মসজিদ থেকে খাট আনতে গেলে দেখি মসজিদ তালা মারা। আমি মসজিদের বর্তমান সভাপতি জলিল তালুকদারের কাছে চাবি আনতে গেলে আমাকে চাবিতো দেয়নি উল্টো গালাগালি করেছে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবর আমাদের কণ্ঠস্বরকে বলেন, মসজিদের কমিটিতে যারা রয়েছেন তারা মসজিদের আশে পাশের লোক। তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই মসজিদকে নিয়ে টানা হেঁসরা করছে। আমি দ্রুত তাদেরকে নিয়ে বসে সমস্যার সমাধান করবো।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন