সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ডুব’

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসর আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, ভারত, কোরিয়া, চীন, রাশিয়া, জার্মানি, স্পেন ও আর্জেন্টিনাসহ মোট আটটি দেশ থেকে ১১টি ছবি এ উৎসবে দেখানোর জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিটিও দেখানো হবে।

এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক ভেরিফায়েড পেজ থেকেও আজ জানানো হয়েছে প্রতিক্রিয়া। সেখানে বলা হয়, ‘জাজ মাল্টিমিডিয়া গর্বের সাথে ঘোষণা করছে, ঐতিহ্যবাহী মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ডুব! আমরা সব সময়ই বলেছি, বাংলাদেশের সিনেমাকে নিয়ে বহুদূর যেতেই আমরা এসেছি। ইনশাল্লাহ আপনাদের সবার সমর্থন নিয়ে বাংলাদেশকে নিয়ে আরো বহুদূর যাব। ২৯ জুন মস্কোতে রেড কার্পেট এবং ক্লোজিং প্রোগ্রামের মাধ্যমে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। হাজার হাজার ছবির মধ্য থেকে ১১টা ছবি নির্বাচিত হয়েছে মূল প্রতিযোগিতায়। বাংলাদেশ, ভারত, রাশিয়া, জার্মানি, কোরিয়া, চীন, স্পেন, আর্জেন্টিনা থেকে নির্বাচিত হয়েছে ছবিগুলো! অভিনন্দন পুরো ডুব বাহিনীকে! আশা করি, দ্রুত বাংলাদেশের দর্শকদের সামনে ছবিটা হাজির করা হবে। বাংলাদেশি ছবির অগ্রযাত্রা কোনো শক্তিই থামাতে পারবে না।’

এর আগে যৌথ প্রযোজনা ছবির জন্য গঠিত বিশেষ কমিটির কাছ থেকে ‘ডুব’ ছবিটি অনাপত্তিপত্র পায়। এরপর ছবিটিকে যখন সেন্সর বোর্ডে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখন পরিচালক মেহের আফরোজ শাওন আপত্তি জানিয়ে চিঠি দেন সেন্সর বোর্ডে। এর পর পরই অনাপত্তিপত্র স্থগিত করা হয়।

বিষয়টি নিয়ে মেহের আফরোজ শাওন সংবাদ সম্মেলনও করেন। সেখানে তিনি বলেন, “আমার আশঙ্কা প্রবল হয় যখন ‘ডুব’ ছবির অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী তাঁর সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন যে ‘ডুব’ হুমায়ূন আহমেদেরই জীবনকাহিনী। তাঁর সাক্ষাৎকার থেকে কাহিনীর যে সারসংক্ষেপ জানা যায়, তা হুমায়ূন আহমেদের জীবনের কিছু বিতর্কিত অংশ, যার সত্যতা নিয়ে বিভ্রান্তি রয়েছে।”

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘ডুব’ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, কলকাতার পার্নো মিত্র ও বলিউডের ইরফান খান। ছবিটি প্রযোজনা করেছে যৌথভাবে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ। এ ছাড়া ছবির সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন